মালদহের চাঁচলে আজ থেকে শুরু হল বইমেলা

0
91

হরষিত সিং,মালদা: মালদহের চাঁচলে আজ থেকে শুরু হল বইমেলা |’কুমার শিবপদ লাইব্রেরি ‘প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে আয়োজিত ‘ ১৬ তম উত্তর মালদহ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে’র উদ্বোধন করলেন চাঁচলের মহকুমাশাসক দেবাশিস চট্টোপাধ্যায় ।

এই উপলক্ষে এক বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয় । ওই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ,বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষেরা অংশগ্রহণ করেন । ‘ প্রতি হাতে বই চাই ’ , ‘বই কিনুন , বই পড়ুন , বই উপহার দিন’ শ্লোগান সহ পদযাত্রার মধ্যদিয়ে এইদিন চাঁচল পরিক্রমা করা হয় । পদযাত্রার শেষে ফিতে কেটে বইমেলার দ্বারোদঘাটন করেন মহকুমা শাসক । ‘ কুমার শিবপদ ’ সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন । এছাড়াও ওই মঞ্চে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক আসিফ মেহেবুব , মালতীপুরের বিধায়ক আলবেরুনি জুলকারনাইন , মালদহ জেলা পরিষদের শিক্ষা ,তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ দিলরুবা ইয়াসমি্ন সহ বিশিষ্টজনেরা ।চাঁচলের মহকুমাশাসক দেবাশিস চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন , “ বিভিন্ন স্থানে বইমেলায় দেখছি বইয়ের চাইতে অন্যকিছু বেশি জায়গা দখল করে আছে । এখানেও তার ব্যতিক্রম নয় । উদ্যোক্তাদের এই কথাই বলব , বইমেলায় বইকেই প্রাধান্য দেওয়া উচিত । ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায় । কিন্তু বইপড়ার আনন্দই আলাদা । ”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here