ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
অক্সফোর্ড ডিকশনারিতে স্থান বহুল ব্যবহৃত হিন্দি শব্দ ‘চাড্ডি ‘ যার বাংলায় আক্ষরিক অর্থ অন্তর্বাস বা জাংগিয়া।হ্যাঁ ব্যাপারটা হাস্যকর হলেও বেশ গুরুগম্ভীর।চলতি বছরের ১৮ ই মার্চ হিন্দি শব্দ ‘চাড্ডি ‘ কে স্বীকৃত ইংরেজি ভাষা হিসেবে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান দিয়েছেন অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ।
সূত্রের খবর এই বছরে অক্সফোর্ড অভিধানে সারা পৃথিবীর বিভিন্ন ভাষা ভাষীর জনপ্রিয় ৬৫০টি শব্দ নব সংযোজিত হয়েছে।তার মধ্যে অন্যতম ভারতীয় হিন্দি শব্দ এই ‘চাড্ডি ‘।
অক্সফোর্ড ডিকশনারিতে অবশ্য চাড্ডি শব্দের সমার্থক শব্দ হিসেবে আন্ডার ওয়্যার, আন্ডার প্যান্ট প্রভৃতি দেখানো হচ্ছে।এই অভিধান এর চার্জার অর্থ যা দেখানো হচ্ছে তা হল,ছোট পায়জামা’ বা ‘শর্টস’।
উল্লেখ্য,নব্বই এর দশক থেকে এই চাড্ডি শব্দটি বিশেষ গুরুত্ব পায় একটি বিখ্যাত বিবিসির স্কেচ কমেডি শো ‘গুডনেস গ্রেশাস মি’র মাধ্যমে।অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে এই কমিটির দৃশ্যপট ও চরিত্র এবং সংলাপ যুক্তরাষ্ট্রের জনজীবনে হাস্য রস আস্বাদনে যথেষ্ট প্রভাব ফেলে।ওই শো তে ব্যবহৃত ‘কিস মাই চাড্ডিস’ সংলাপটি তদানীন্তন সময়ে যথেষ্ট জনপ্রিয়তা পায়।
উল্লেখ্য,অক্সফোর্ড ইংরেজি অভিধান কর্তৃপক্ষ তাদের শব্দভান্ডার বাড়াতে গোটা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর জনপ্রিয় শব্দ যেগুলি ইংরেজি ভাষাভাষী জনজীবনে যথেষ্ট প্রভাব ফেলেছে সেই শব্দগুলিকে গবেষণা মূলক ভাবে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান দিয়ে থাকেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584