ছট পূজার জন্য নদীঘাট পরিদর্শনে পৌরাধ্যক্ষ

0
80

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
ছট পূজার প্রাক্কালে গঙ্গারামপুর শহরের নদী ঘাটগুলি পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র।শনিবার তিনি গঙ্গারামপুর শহরের উপর দিয়ে বয়ে চলা পুনর্ভবা নদী সংলগ্ন আশ্রম ঘাট এবং খেয়া ঘাট পরিদর্শন করেন।এদিন তিনি শুধু নদী ঘাটগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখাই নয় সেই সঙ্গে ছট পূজার প্রাক্কালে গঙ্গারামপুর পৌর এলাকা অভ্যন্তরস্থ আশ্রম ঘাট এবং খেয়া ঘাট সাফাই-এর কাজের তদারকিও করেন।প্রসঙ্গত উল্লেখ যে গঙ্গারামপুর পৌর এলাকার মূলত ৬ নং,৭ নং,৮ নং, ১০ নং ওয়ার্ডের প্রায় দুইশ পরিবার ছট পূজা করতে পুনর্ভবা নদী তট সংলগ্ন আশ্রমঘাট এবং খেওয়া ঘাটে আসত কিন্তু ঘাটগুলিতে সিড়ি না থাকা সহ আনুসাঙ্গিক পরিকাঠামোগত অভাবের জন্য ছট পূজা দিতে আসা জনসাধারণকে অসুবিধার সম্মুখীন হতে হত এতদিন।এরপর তারা তাদের অসুবিধার কথা পৌরনির্বাচনের পূর্বে বর্তমান গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র-কে জানালে গঙ্গারামপুর পৌরসভা প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে খেওয়া ঘাটে সিমেন্টের সিড়ি নির্মাণ করে এবং গত বছর এই ঘাটটিতে সিড়ি নির্মাণের কাজ সমাপ্ত হলে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক এই ঘাটটি উদ্বোধন করেন।

নিজস্ব চিত্র

ছট পূজার দিন নদী ঘাটে ছট পূজা দিতে এসে যাতে সাধারণ মানুষদের কোন সমস্যায় না পড়তে হয় সেই কারনে এদিন গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে নদী ঘাট দুটি পরিদর্শন করার পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভা কয়েকটি পরিকল্পনাও গ্রহণ করেছে।গঙ্গারামপুর পৌরসভা সূত্রে খবর ছটপূজার দিন গঙ্গারামপুরের এই দুটি ঘাটে পৌরসভা অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প চালাবে এবং ছট পূজা দিতে আসা জনসাধারণের যাতে কোন অসুবিধা না হয় সেই কারনে নদী ঘাট এলাকা আলোর চাদরে মুড়ে ফেলার পরিকল্পনা গ্রহণ করেছে গঙ্গারামপুর পৌরসভা।এছাড়াও গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে ছট পূজার সঙ্গে যুক্ত প্রতিটি পরিবারকে ৮ কেজি করে গম দেওয়া হবে বলেও জানা গেছে এবং পূজার দিনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক সহায়তায় নদী ঘাট এলাকায় উদ্ধারকারী দল সহযোগে নৌকা রাখার ব্যবস্থা করছে গঙ্গারামপুর পৌরসভা। গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র বলেন ছট পূজার দিন যাতে সাধারণ মানুষরা সুষ্ঠুভাবে তাদের আচার নিয়মগুলি পালন করতে পারে সেই জন্য গঙ্গারামপুর পৌরসভা সর্বদা তৎপর।তিনি বলেন যদি এক্ষেত্রে কোনরুপ অসুবিধা হয় তাহলে গঙ্গারামপুর পৌরসভা সহযোগীতা করবে। এর পাশাপাশি নদী ঘাট এলাকায় ছট পূজার আয়োজক কমিটিগুলিকেও গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদানের কথাও এদিন জানিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র।

আরও পড়ুনঃ ছটপূজা উপলক্ষে শাড়ি বিতরণ খড়িবাড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here