জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি বিএলআরও অফিসে গত মঙ্গলবার উদয়চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহাদত সেখকে কান্দি বিএলআরও বাসব দত্ত মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা করেছিল। রীতিমত ভাইরাল হয় সেই ভিডিও। যার প্রতিবাদে ইতিমধ্যেই শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল কান্দি ভূমি সংরক্ষণ দফতরের আধিকারিক বাসব দত্তের এই অসভ্য ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।
এবারে সেই শিক্ষকের পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদ প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত। শুক্রবার উদয়চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহাদাত হোসেনের সঙ্গে দেখা করে চেয়ারম্যান বলেন, “কান্দির বিএলআরও যেভাবে আমাদের শিক্ষক সাহাদত সেখকে হেনস্তা করেছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা সেইদিনই বিএলআরও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছিলাম। তিনি আমাদের শিক্ষক সাহাদাতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাই তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। আজকে সাহাদতের কাছে এসেছি মানসিকভাবে সে যেন ভালো থাকে এবং ভবিষ্যৎ কোনো সমস্যা হলে তার পাশে অবশ্যই দাঁড়াব।”
আরও পড়ুনঃ যাদবপুর, কলকাতা সহ ২৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বেনিয়ম, রাজ্যকে বিঁধলেন রাজ্যপাল
উল্লেখ্য, এই ঘটনায় কান্দি বিএলআরও বাসব দত্ত মজুমদার প্রতিবাদকারীদের সামনে ঘটনাটি স্বীকার করেন এবং বলেন, ‘নিছকই উত্তেজিত বসত ঘটনা ঘটিয়ে ফেলেছে এই ঘটনার জন্য আমি লজ্জিত’। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরকে ঘুঘুর বাসা বলে তোপ দেগেছেন। এখন দেখার বিষয় এই সমস্ত বাসার আধিকারিকরা কতটা মানবিক হয়ে উঠতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584