নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে একাধিক কাজের শিলান্যাস করলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মণ। এদিন প্রথমে বিধাননগরের মাগুরায় প্রায় এক কিলোমিটার পাকা রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি।
এরপর ক্ষুদিরামপল্লিতে কবরস্থানের বাউন্ডারি ওয়াল ও মালগছে কবরস্থানের বাউন্ডারি ওয়াল -এর কাজের শিলান্যাস করেন। এদিন উপস্থিত ছিলেন এসজেডিএর ভাইস চেয়ারম্যান নান্টু পাল,এসজেডিএর মুখ্য নির্বাহী আধিকারিক প্রিয়াঙ্কা সিংলা,এসজেডিএর সদস্য রঞ্জন সরকার,কাজল ঘোষ।
আরও পড়ুনঃ একাধিক এলাকা সরজমিনে খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম
এই বিষয়ে এসজেডিএর চেয়ারম্যান বিনয় চন্দ্র বর্মণ বলেন যে এদিন বিধাননগরে তিনটি কাজের শিলান্যাস করা হল। এবং দীর্ঘদিন ধরেই স্থানীয়দের দাবি ছিল বিশেষ করে রাস্তা ও কবরস্থানের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ যে মানুষের পাশে থেকে কাজ করতে হবে।
এর পাশাপাশি তিনি আরও বলেন করোনার কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব সেই কাজ গুলো আবার চালু করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584