নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
‘এখানে এসে আমার শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশের কথা মনে পড়ে গেল’— শনিবার বাঁকুড়ার তালডাংরার খিচকা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ‘সারপ্রাইজ ভিজিটে’ এসে একথা বললেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।
পরিদর্শণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, এখানকার শিক্ষকদের পাঠদান করার প্রক্রিয়া যথেষ্ট ভাল। এখানকার প্রাক-প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরাও অনেক এগিয়ে। শিক্ষা ক্ষেত্রে বাঁকুড়া জেলা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আর জেলার এই সাফল্যে খিচকা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মতো বিদ্যালয়গুলির শিক্ষকদেরও বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি জানান।
বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায় এদিন খিচকা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবকদের পাশাপাশি প্রধান শিক্ষক-সহ অন্যান্য সহ-শিক্ষকদের সঙ্গে কথা বলেন। প্রতিটি শ্রেণিকক্ষ ও মিড-ডে মিল পরিষেবা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয় সূত্রে খবর, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ১৮৮ জন। অন্যদিকে ১ জন পার্শ্ব শিক্ষক-সহ মোট ৬ জন শিক্ষক রয়েছেন। একই সঙ্গে শ্রেণিকক্ষগুলি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত, সারদার নামে নামাঙ্কিত। বিদ্যালয়ে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি রয়েছে। একই সঙ্গে মনীষীদের জন্মদিবস পালনের দিনগুলি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় বলেও বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু চ্যাটার্জ্জীর কথায়, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আমাদের স্কুলে এসেছিলেন। তিনি পড়াশুনার বিষয়ে খোঁজ খবর নেন বলেও সে জানিয়েছে।
প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভুঁই বলেন, চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায় আমাদের বিদ্যালয়ের পাঠদান, মিড-ডে মিল-সহ বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর কাছে মিড-ডে মিলের শেড, প্রাচীর ও একটি শিশু উদ্যান তৈরির প্রস্তাব রাখলে তিনি বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে প্রধান শিক্ষক জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584