শিবদাসনকে সরিয়ে জিতেন্দ্রকে সভাপতি

0
77

সুদীপ পাল,বর্ধমানঃ

আসানসোল আসনে বিজেপি জিতেছে। প্রার্থীর নাম বাবুল সুপ্রিয়। যিনি হেরে গেছেন তিনি তৃণমূল প্রার্থী মুনমুন সেন। বড় ব্যবধানে হারের পর জেলার নেতাদের মধ্যে যে রদবদল হবে তা বেশ বোঝাই যাচ্ছিল। সেই মতোই দেখা গেল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলের জেলা সভাপতির দায়িত্ব ভি শিবদাসনের হাত থেকে আসানসোলের মেয়রে জিতেন্দ্র তিওয়ারির হাতে দেওয়া হল।

Chairman shibdasan replaced by jitendra
নিজস্ব চিত্র

কালীঘাটের দলীয় বৈঠকে শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন শিবদাসনকে সরিয়ে দেওয়া হল?শিবদাসন বলেন, অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছিলাম দলনেত্রীর কাছে। একই সাথে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি চেয়েছেন।

আরও পড়ুনঃ বিপর্যয় সাময়িক,ঘোর কেটে গেলেই মানুষ উন্নয়নে সামিল হবে মত রবীন্দ্রনাথের

বর্তমানে জিতেন্দ্রবাবুর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সম্পূর্ণ পরিস্থিতি পর্যালোচনা করে দলকে মজবুত করার। তিনি নিজেও অবশ্য বলছেন, দলের বরিষ্ঠ, কনিষ্ঠ, সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে দলকে মজবুত করতে হবে। আগামী ৩১ মে কলকাতায় সভায় দলনেত্রীকে দিতে হবে পূর্ণাঙ্গ রিপোর্ট।

উল্লেখ্য, দলের জেলা পর্যবেক্ষক করা হয়েছে ফিরহাদ হাকিমকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here