চৈতন্য ভূমিতে ঐতিহ্যবাহী বুড়ো শিব মন্দিরে পূজো বন্ধের নোটিশ কর্তৃপক্ষের

0
253

শ্যামল রায় নবদ্বীপঃ

লকডাউনকে সাথে নিয়ে কেটে গেল গোটা দুটো সপ্তাহ।আর এই লকডাউনকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া শহরজুড়ে। মন্দিরময় এই নবদ্বীপ শহরের সমস্ত মন্দিরের দরজা বন্ধ। যারা মন্দির প্রাঙ্গণে নাম কীর্তন করে দু মুঠো খাবারের ব্যবস্থা করে থাকেন, তারাও আজ অসহায় হয়ে কোথায় রয়েছেন খুঁজে পাওয়া মুশকিল।

pijo postponed | newsfront.co
পূজো বন্ধের নোটিশ। নিজস্ব চিত্র

তবে বেশ কয়েকজনকে বিভিন্ন বাড়ির বারান্দায় কোনমতে দিনযাপন করছেন আর সরকারের দেওয়া এক বেলা খাবার খেয়ে লক লকডাউন শেষের প্রহর গুনছেন। আর বলছেন কবেই বা উঠবে এই লকডাউন।

আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন শহরে চলছে টোটো, খুলেছে দোকান, পথে বেড়িয়েছেন মানুষজন

এরই মধ্যে চলতি সপ্তাহতেই আবার আছে নীলের পূজো। তাই নবদ্বীপের বেশ কয়েকটি মন্দিরে নীল পূজো ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে বিগত বছরগুলিতে। অর্থাৎ শহরের বুড়ো শিব মন্দির চারচারা বাজার বা লোকনাথ মন্দিরে শিবের বিয়ে ঘিরে ব্যাপক উৎসবের রূপ নিয়ে থাকে এই শহর।

তবে এ বছর করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব যেখানে তোলপাড় চলছে । সেখানে নবদ্বীপে মানুষের মধ্যে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। শনিবার নবদ্বীপ বুড়োশিব রোডের বুড়ো শিব মন্দিরে ট্রাস্টি বোর্ডের তরফ থেকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে।

তাতে বলা হয়েছে এ বছর ভক্তদের সমন্বয়ে কোন পূজো বা নীল পূজো হবে না। এছাড়াও এই মন্দিরে কোন পূজোর প্রনামি গ্রহণ করা হবে না। পাশাপাশি মন্দিরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে যে গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের জেরে মানুষ চরম সংকটের মধ্যে পড়েছে, তার সাথে চলছে মৃত্যুর মিছিল।

আমাদের দেশেও চলছে লকডাউন। তাই এই মর্মান্তিক পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস মরণব্যধির হাত থেকে কি করে বাঁচবো তাই মানুষ দিশেহারা। তাই আমরা এই ধরনের উৎসব আয়োজন বন্ধ রাখতে বাধ্য হয়েছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here