বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নেও এখন বিজেপি ঘুরে বেড়াচ্ছে তাই তিনি ভয় পেয়ে রথযাত্রা আটকেছেন।সোমবার শিলিগুড়ির এক হোটেলে সাংবাদিক বৈঠকে একথা বললেন বিজেপির মুখপাত্র শেহনাজ হোসেন। এদিন তিনি বলেন যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কেন এত ভয় পায়।কারন তৃণমূল কংগ্রেস জানে যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাফাই হয়ে যাবে।বিধানসভা নির্বাচনে সোজা তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি।অন্যদিকে রথযাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে দিদি রথযাত্রা আটকে দিবেন আর আমরা ঘরে বসে থাকবো না। আমরা যাব প্রতিটি কোনায় যাব।সাধারণ মানুষের দরজায় দরজায় যাব।কোর্টের দরজায় যাব।তৃণমূল কংগ্রেস যতই বিজেপিকে আটকাতে যাবে ততই আরও বেশি করেই উপরে উঠবে। বিজেপি স্পিরিং এর মতো।আর এটাই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ব্যর্থতাই সাধারণ মানুষ বিজেপিতে আসছে। অপরদিকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর আসার প্রসঙ্গে বলেন যে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর আসার জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী বাংলাকে অনেক ভালবাসেন। তাই শিলিগুড়িতে বিজেপি’র কর্মসূচি থাকলে অবশ্যই আসবেন তিনি।এর পাশাপাশি তিনি আরও বলেন যে গত লোকসভা নির্বাচনে মোদী ঝড়ে উড়ে গিয়েছিল সবল।যদিও বাংলায় কিছু দল সফল হয়েছিল।তবে এইবার ২০১৯ এ নরেন্দ্র মোদীর সুনামি আসবে।এই সুনামিতে কংগ্রেস,তৃণমূল কংগ্রেসের কোন খবর থাকবে না।মোদীজীর নেতৃত্বে আমরা সারা দেশে ৪০০এর বেশী আসন নিয়ে ক্ষমতায় ফিরব তারপর বাংলাও দখল করব।বাংলাতে এখন সরকার-পুলিশ জোট করে সরকার চালাচ্ছে।অন্য জায়গায় অন্যান্য দল জোট করে আর বাংলায় তার উল্টো।তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো কাজ করছে বাংলার পুলিশ।আর তৃণমূল কংগ্রেস এতটাই ভয় যে বাংলায় বিজেপির কোন কর্মসূচি থাকলে তা কোন সময় অনুমতি দেয়না।তার জন্য আমাদের সব সময় কোর্টে দরজায় যেতে হয়। এর জবাব মানুষ দেবে ইভিএমে।আবার যারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে দিন কাটাচ্ছেন তারা হতাশ হবেন।আর কংগ্রেস যে মিথ্যা কথা বলছে তা রাফাল ইস্যুতে সুপ্রীম কোর্টের রায় প্রমাণ করে দিয়েছে।তিনটি রাজ্য জয় নিয়ে মাতামাতি করে লাভ নেই।বিজেপি আবার ফিরবেই।
আরও পড়ুন: ঘাটলে উলটে গেল কলকাতাগামী বাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584