মুর্শিদাবাদের সাড়ে তিনটে লোকসভা আসন দখলের চ্যালেঞ্জ শুভেন্দুর

0
169

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Challenge to Occupy Three and half lok sabha Seat
সদ্য সিপিএম ত্যাগী বিধায়ক কানাই মন্ডলের সাথে।নিজস্ব চিত্র
Challenge to Occupy Three and half lok sabha Seat
নিজস্ব চিত্র

১৯শে জানুয়ারির ব্রিগেড সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি উপলক্ষে সমাবেশ রাণীনগর ১,২ ব্লকের যৌথ উদ্যোগে।গোধনপাড়া রূপায়ন ক্লাব ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের মন্ত্রী এবং মুর্শিদাবাদের জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন,জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন ছিলেন,সোহরাব হোসেন,অশোক দাস, মাইনুল হাসান,আবু তাহের খান,রবিউল আলম চৌধুরী,সৌমিক হোসেন।সিপিএম ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক কানাই মন্ডলও এই সভামঞ্চে উপস্থিত ছিলেন।

Challenge to Occupy Three and half lok sabha Seat
সাংবাদিকেরা সামনে।নিজস্ব চিত্র

এই সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে এক হাত শুভেন্দু অধিকারী।তিনি জানান কানাই মন্ডল এসেছে আরও অনেকে আসবে তৃণমূলে যোগ দিতে।যদিও আমরা বেছে বেছে নিচ্ছি।সবাইকে নেওয়া যাবে না।সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান যে,অধীর সিপিএম বিজেপিকে সাথে নিয়ে অ্যান্টি তৃণমূল প্রচার করছে ফলে অধীরের বিরোধিতা করতেই হবে।ব্রিগেড সমাবেশের পূর্বে মুর্শিদাবাদে পাঁচটি সভা করবেন বলে এই জনসভায় ঘোষণা করেন শুভেন্দু।

আরও পড়ুন: তৃণমূল ছাত্র পরিষদের নতুন জেলা সভাপতিকে সংবর্ধনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here