বিধায়ক থেকে পদত্যাগ করে জিতে দেখানোর চ্যালেঞ্জ দলত্যাগীর বিরুদ্ধে

0
767

নিটু দেওয়ান, মুর্শিদাবাদঃ

Challenge to win the resignation of resigning from the MLA
নিজস্ব চিত্র
Challenge to win the resignation of resigning from the MLA
নিজস্ব চিত্র
Challenge to win the resignation of resigning from the MLA
নিজস্ব চিত্র

নবগ্রামের সিপিএমের প্রতীকে জেতা দুবারের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল দল বদল করে তৃনমূলে যোগ দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে।আর সেই বিধায়কের পদত্যাগের দাবি জানিয়ে আজ প্রায় তিন হাজার কর্মী, সমর্থক নিয়ে মিছিল ও সমাবেশ করলো সিপিএম এদিনের মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি নৃপেন চৌধুরী,কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম,মুর্শিদাবাদের সাংসদ বদরদ্দোজা খান,জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য,ডি ওয়াই এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লা,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শেখর সাহা। এদিন মিছিল করে গোটা নবগ্রাম ঘুরে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন মুকুল মন্ডল।রামচন্দ্র ডোম এদিনের সভা থেকে বিধায়ক কানাই চন্দ্র মন্ডলকে মির্জাফরের সঙ্গে তুলনা করেন আরও বলেন কানাই মন্ডলের সৎ সাহস থাকলে পদত্যাগ করুন এবং ভোটে দাড়িয়ে জিতে দেখান। এছাড়াও সভায় নৃপেন চৌধুরী বলেন কানাই মন্ডল নবগ্রামের মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন আর এর জবাব আগামী দিনে নবগ্রামের লালঝান্ডায় দেবে।এছাড়াও তিনি ৩রা ফেব্রুয়ারী বামপন্থী দলগুলোর ডাকে ব্রিগেড সমাবেশে যোগদান করে সফল করার আহ্বান জানান। তিনি আরও বলেন তৃনমূলের মতো ডিম ভাত না আমাদের কর্মীরা শুকনো মুড়ি খেয়েই ব্রিগেড সমাবেশ সফল করবেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য,বদরদ্দোজা খান।

Challenge to win the resignation of resigning from the MLA
নিজস্ব চিত্র
Challenge to win the resignation of resigning from the MLA
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ব্রিগেডের দিনেও লোকে লোকারণ্য ঘাটাল শিশুমেলায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here