পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর মহকুমা অফিস ক্রীড়া সংস্থা পরিচালিত শোভনলাল সেনগুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও সস্তিক দাস মেমোরিয়াল রানার আপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ১১ বছর পর চ্যাম্পিয়ন ইসলামপুর পুরসভা।
এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইসলামপুর পুরসভা ও ইসলামপুর এসডিও ইআরসি। এদিন টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইসলামপুর এসডিও ইয়ারসি।
প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্ৰহ করে ইসলামপুর এসডিও ইয়ারসি। উল্লেখযোগ্যভাবে ইসলামপুর এসডিও ইয়ারসি দলের অভিষেক দত্ত ২৫ বলে ৩৩ রান করেন। পাশাপাশি ইসলামপুর পুরসভা দলের তকি রেজা ওরফে আমিনের ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেওয়ার দুর্দান্ত বোলিংয়ের ফলেই এসডিও ইআরসি বড় রানের লক্ষ্যমাত্রা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে তকি রেজা ওরফে আমিনের ৫২ রানের ইনিংসে ভর করে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৩ রান তুলে নেয় ইসলামপুর পুরসভা। চোপড়া ব্লক ইআরসি দলের তুহিন দাস ১৮৮ রান সংগ্ৰহ করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন।১৩টি উইকেট নিয়ে মহম্মদ ফজলে সেরা বোলার নির্বাচিত হয়েছেন।৯টি উইকেট ও ১২৯ রান সংগ্ৰহ করে টুর্নামেন্টের সেরা ও ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইসলামপুর পুরসভা দলের তকি রেজা ওরফে আমিন।
টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামপুর পুরসভার পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।
আরও পড়ুনঃ ফড়েদের ঠেকাতে ধান কেনাবেচায় চেকের ব্যবস্থা রাজ্য সরকারের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584