তপন চক্রবর্তী,রায়গঞ্জঃ
রবিবার রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে একদিনের মহিলা ফুটবলে বিহারের মানশী ফুটবল একাডেমিকে সাডেন ডেথে হারিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সরলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়নের গৌরব গৌরব অর্জন করে।রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় ১ম বর্ষ চার দলীয় অন্নপূর্ণা সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও ধীরেন্দ্রনাথ শর্মা মেমোরিয়াল রানারস আপ মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভা পৌরপিতা সন্দীপ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী,রায়গঞ্জ ইনস্টিটিউটের সভাপতি সুশীল গোস্বামী,রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ,উত্তর দিনাজপুর জেলার মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা রেখা সরকার,মহিলা ক্রীড়া সংগঠক উর্মিলা মৈত্র প্রাক্তন খেলোয়াড় দিলীপ বোস সহ বিশিষ্ট বর্তমান ও প্রাক্তন ফুটবল খেলওয়ারগন। খেলার প্রথম সেমিফাইনালে বিহারের মানুষই ফুটবল একাডেমি উত্তর দিনাজপুর জেলার হাতিয়া মহিলা ফুটবল একাডেমিকে ৫-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার সরলা ফুটবল একাডেমি ৩-০ গোলে পতিরাম বিজয় মিলনী ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠে। শ্বাসরুদ্ধ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে খেলার নিষ্পত্তি না হওয়াই অবশেষে ৪-৩ গোলে সাদেন ডেথে খেলার নিষ্পত্তি হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিহারের মানসী ফুটবল টিমের পুজা কুমারি মানসী এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সরলা ফুটবল একাডেমি শাশ্বতী সরকার খেলা শেষে সরলা ফুটবল একাডেমির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা অরিন্দম সরকার এবং বিহারের মানসী মহিলা ফুটবল একাডেমির হাতে রানার্স ট্রফি তুলে দেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সভাপতি সুশীল গোস্বামী।আজ মঞ্চে উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রেখা সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় খেলা দেখবার জন্য টাউন ক্লাব ময়দানে প্রচুর মানুষের ভিড় হয়।এই মাঠেই উত্তর দিনাজপুর ভেটারনস একাদশের সাথে গাজল ভেটারনস একাদশের খেলা অনুষ্ঠিত হয়।খেলায় গাজল ভেটারনস একাদশ উত্তর দিনাজপুর ভেটারনস একাদশকে ২-১গোলে পরাজিত করে। আগামীকাল রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে ৮৫তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ান শিল্ড ও তারাপদ ক্লাব রানার্স আপের ফুটবল খেলার উদ্বোধন হবে।
আরও পড়ুন: দীর্ঘদিনের দাবী মেনে পাকা রাস্তা নির্মানের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584