মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
আজ পঞ্চমী। আগামীকাল সোমবার মা দুর্গার বোধন। তবে দ্বিতীয়া থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছে উৎসবমুখর বাঙালি। জমজমাট শহর কলকাতা। মণ্ডপের বাইরে উপচে পড়া ভিড় ইতিমধ্যেই চোখে পড়ছে। পুজোর এই কটাদিনে যে হারে ভিড় হচ্ছে, তাতে করোনা পরিস্থিতি উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পঞ্চমীর সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকেছে নীল গগন। কলকাতার বেশ কিছু অংশে, এমনকী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। তার জেরেই দুর্গাপুজোর শেষ তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে অষ্টমী, নবমী, দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584