খরচের টাকা জলে যাওয়া ঠেকাতে সহ-উপাচার্যের বাংলো নির্মান কার্যের সূচনা

0
54

সুদীপ পাল,বর্ধমানঃ

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বাংলোর কাজ।দীর্ঘদিন এই কাজটি বন্ধ ছিল। এখন ফের তা শুরু হলো।কি কারণে হঠাৎ করেই এই কাজ বন্ধ হয়ে যায় তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। এখন ফের কাজ শুরু হওয়ায় আবারও প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০১১ সালে বিশ্ববিদ্যালয়ে  ষোড়শী মোহন দাঁ সহ উপাচার্য নিযুক্ত হন।সেই সময় উদয় কানন ক্যাম্পাসে এই বাংলো তৈরির কাজ শুরু হয়।কাজ চলছিল দ্রুত গতিতেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে আসেন পরের বছর স্মৃতিকুমার সরকার।তিনি নিযুক্ত হয়েই কাজ বন্ধ করে দেন।প্রকাশ্যে এই কাজ বন্ধের কোনো কারণ তিনি কখনোই ব্যাখ্যা করেননি।ফলত একটা ধোঁয়াশা থেকেই গিয়েছিল।যদিও একাংশের মত,এই নির্মাণ কাজে তিনি কিছু দুর্নীতির প্রমাণ পেয়েছিলেন।সেই দুর্নীতি রোধ করতেই তিনি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলে।অন্য মতে এই খাতে এত টাকা ব্যয় হোক বিশ্ববিদ্যালয় এটা তিনি চান নি তাই এই কাজ বন্ধের আদেশ দেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হয়েছেন মহুয়া সরকার। বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে,পুনরায় নির্মাণ কাজ শুরু করে দ্রুত তা শেষ করা হবে। জানা যায়,ছয় বছর আগে প্রায় দেড় কোটি টাকা খরচ করা হয়েছে।বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য,যে টাকা খরচা হয়েছে এই নির্মাণ কাজের জন্য যদি নির্মাণকাজ সম্পূর্ণ না করা হয় তাহলে বিল্ডিংটি শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে এবং সম্পূর্ণ না করার জন্যই অব্যবহার্য হয়ে থাকবে।যে টাকা ইতিমধ্যে খরচা হয়ে গেছে সেই টাকাটিও জলে যাবে।তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেকের মতে ছয় বছর আগের দুর্নীতি যদি হয়েই থাকে তাহলে তারই বা কি হবে?প্রশ্ন অনেক উত্তর নেই কারোর কাছে।

আরও পড়ুন: তিনশ বছরের পুরনো পূজো সোঁয়াই গ্রামে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here