জেলা সভাপতির তৈরি কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা মন্ত্রী বাচ্চু হাঁসদার

0
69

নিজস্ব সংবাদদাতা,তপন:তৃণমূল জেলা সভাপতির ঘোষিত অঞ্চল সভাপতিদের নামকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার।শনিবার তপনের এক প্রকাশ্য সভায় তপন ব্লকের ১১টি অঞ্চলের সভাপতিদের নাম ঘোষণা করেন বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা। একই সাথে ১১টি অঞ্চলের ওয়ার্কিং প্রেসিডেন্টের নামও ঘোষণা করেছেন।
ব্লক সভাপতি তথা মন্ত্রী বাচ্চু হাঁসদার নেতৃত্বে তপন জুড়ে একটি মিছিল করা হয়। এরপরেই বিডিও অফিস মাঠে কর্মী সমর্থকের উপস্থিতিতে সভা করেন।মন্ত্রী ছাড়াও এদিন ওই সভায় হাজির ছিলেন তপন ব্লক তৃণমূলের একাধিক নেতৃত্ব।
পরবর্তীতে অঞ্চলের ওই নেতৃত্বদের সাথে আলোচনা করেই অঞ্চলে অঞ্চলে পূর্ণাঙ্গ কমিটি গড়া হবে এই বার্তা এদিন তিনি দিয়েছেন । বিধানসভা নির্বাচনের আগে সভাপতি পদ হারিয়ে ফেলা বিপ্লব মিত্র ভোটের পরেই আবার সেই পদ ফিরে পান ।
নতুন ভাবে দলকে সাজাতে ব্লক কমিটি এবং প্রতিটি অঞ্চল কমিটি নতুন ভাবে সাজান জেলা সভাপতি বিপ্লব মিত্র।জেলা সভাপতির সেই সব নামকে ছুঁড়ে ফেলে পঞ্চায়েত ভোটের আগে নতুন করে ১১টি অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেছেন বাচ্চু হাঁসদা ।
বাচ্চুবাবু অবশ্য জানিয়েছেন, দলের সুপ্রিমোর নির্দেশেই পঞ্চায়েত ভোটের আগে প্রতিটি এলাকা মজবুত করতেই অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জেলা সভাপতির সাথে মন্ত্রীর দীর্ঘদিনের মনোমালিন্যের জেরেই পাল্টা এই কমিটি করা হয়েছে।পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার দুই হেভিওয়েট নেতাদের এই ঠান্ডা লড়াই বেশ শোরগোল ফেলে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here