লকডাউনের সময়ে অসুস্থ শিশুর চিকিৎসার ব্যবস্থা করে দিলেন চাঁচলের বিডিও

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনে দিল্লিতে আটকে রয়েছেন স্বামী৷ এদিকে তিন মাসের বাচ্চা মেয়ের হৃৎপিণ্ডের উপর ক্রমেই বড় হচ্ছে টিউমার৷ এই পরিস্থিতিতে মেয়ের কী হবে, তা ভেবে চিন্তায় পড়েছিলেন মহসিনা বিবি৷ আজ বিডিও-র উদ্যোগে ওই শিশুকন্যাকে পাঠানো হয়েছে মালদহ মেডিক্যালে৷

Helped | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি চাঁচল ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের আজাদপুর গ্রামের৷ জানা গিয়েছে, শিশুটির হৃৎপিণ্ডের উপর টিউমার রয়েছে। এবিষয়ে মহসিনা বলেন, ‘স্বামী দিল্লিতে আটকে রয়েছেন ৷ টাকাপয়সাও পাঠাতে পারছেন না ৷

আরও পড়ুনঃ করোনা লড়াইয়ে যুক্ত যোদ্ধাদের মঙ্গল কামনায় মহাযজ্ঞ

অভাবে দু’বেলা পেট ভরে খাওয়াই হয় না আমাদের ৷ তার উপর মেয়ের চিন্তা! কী করব ভেবে উঠতে পারছিলাম না৷ গোটা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলাম৷ তিনি বিডিওকে জানান।’ চাঁচল ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান, চাঁচলের চিকিৎসকরা মালদহ মেডিকেলে ভরতি করার পরামর্শ দেন। আজ আমরা বাচ্চাটিকে মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছি ৷ পরিবারটিকে কিছু আর্থিক সাহায্যও করা হয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here