কুশুমন্ডী জুড়ে চণ্ডী পুজো ঘিরে উদ্দীপনা

0
108

নিজস্ব প্রতিবেদক,কুশমন্ডীঃ

আজ কুশুমন্ডী জুড়ে চণ্ডী পুজোর ধুম চলছে। গোটা অঞ্চলের বিভিন্ন স্থানে উগলাই চণ্ডী, গুরমাই চন্ডী সহ বিভিন্ন নামে কুশুমন্ডী তে পুজো চলছে। সেই সাথে চলছে মাতা কে তুষ্ট করার জন্য কুশুমন্ডীর বহুল প্রচলিত মুখা নৃত্য। যা কুশুমন্ডীর পরিচিত সমগ্র ভারতে ছড়িয়ে দিয়েছে। আজ এই মুখা নৃত্য কুশুমন্ডীর সংস্কৃতির অঙ্গ হলেও তা বিভিন্ন ধর্মীয় কৃষ্টি থেকেই প্রচারিত হয় বলে জানা যায়। সেই কারনেই মা কালির মুখা কেই বিভিন্ন স্থানে দেবী রুপে পুজিত হন।

নিজস্ব চিত্র

কোনো প্রামাণ্য লেখা না থাকলেও জনশ্রুতিতে জানা যায় আজ যিনি কুশুমন্ডী বাজারে বুড়ামা বা বড়মা হিসেবে পুজিতা তিনি এককালে কুশমাইচন্ডী নামে পুজিতা হতেন তার নামেই কুশুমন্ডী নাম টি এসেছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা অম্বরিশ সরকার জানালেন মুখানৃত্য যেমন কুশুমন্ডীর সংস্কৃতির অঙ্গ তেমনি এই চন্ডী পুজোও কুশুমন্ডীর সংস্কৃতির সাথে সমান ভাবে জরিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here