নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২১ সালের ‘টাইম ১০০ নেক্সট’ নামে বুধবার বিশ্বের ১০০ জন উদীয়মান ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ- সহ পাঁচ ভারতীয় বংশোদ্ভূত স্থান পেয়েছেন এই তালিকায়। এই তালিকায় রয়েছেন টুইটারের আইনজীবী বিজয়া গাড্ডে এবং ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনকও। ভবিষ্যতের রূপকার হিসাবে চন্দ্রশেখর আজাদরা স্থান পেয়েছেন এই তালিকায়।
তালিকায় রয়েছেন ইনস্টাকার্টের কর্ণধার অপূর্ব মেহতা, ডা. শিখা গুপ্তা (একজিকিউটিভ ডিরেক্টর গেট আস পিপিই), এবং স্বেচ্ছাসেবী সংস্থা আপসলভের রোহন পাভুলুরি। ৩৪ বছরের আজাদ ভীম আর্মি সংগঠনের সুপ্রিমো। দলিতদের অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। জাতিবিদ্বেষের শিকার দলিতদের পাশে দাঁড়াতে সারা দেশে চষে বেড়ান আজাদ। গ্রেপ্তার হয়েছেন বহুবার। উত্তরপ্রদেশে নির্বাচনেও লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মালালাকে হুমকি টুইট, পাল্টা প্রশ্ন নোবেলজয়ীর
উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের জন্য ধারাবাহিক আন্দোলন চালিয়ে গিয়েছে তাঁর সংগঠন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584