মালালাকে হুমকি টুইট, পাল্টা প্রশ্ন নোবেলজয়ীর

0
128

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন ৯ বছর আগে। প্রাণ বাঁচাতে স্বদেশ এবং স্বজাতি ছাড়তে হয়েছে নোবেল জয়ী মালালা ইউসুফজাই’কে। কিন্তু তাতেও রেহাই নেই, ফের টুইটারে মালালাকে হুমকি দিল পাকিস্তানের তালিবান গোষ্ঠীর জঙ্গি তেহরিক-ই-তালিবান।

Malala Yousafzai | newsfront.co
ছবিঃ নিউইয়র্ক পোস্ট

রীতিমতো হুমকির সুরে মালালাকে উদ্দেশ্য করে তালিবান গোষ্ঠী বলেছে, “আমাদের মধ্যে পুরোনো হিসাব বাকি আছে। সেই হিসেব মেটাতে ঘরে ফেরা উচিত তোমার। তবে এবার আর ভুল হবেনা।”

মালালা ইউসুফজাই একটি তহবিল গঠন করেছেন যা বিশ্বব্যাপী মেয়েদের জন্য শিক্ষার প্রচার করছে। এমনকি নিজের বাড়িতে একটি বালিকা বিদ্যালয়ের সূচনাও করেছেন তিনি। এই টুইটকে কেন্দ্র করে সোয়াত সরকার ও সেনাবাহিনীতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।

আরও পড়ুনঃ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মানহানি মামলায় বেকসুর সাংবাদিক প্রিয়া রামানি

ওই তালিবান জঙ্গির টুইট থেকে স্পষ্ট যে, ২০১২ সালে মালালাকে হত্যা করার যে কাজ তাদের অসমাপ্ত থেকে গিয়েছিল, সেই কাজ এবার শেষ করতে চাইছে তালিবান গোষ্ঠী। এই হুমকির উত্তরে মালালাও একটি টুইট করেছেন, তিনি লেখেন, “পাকিস্তানের তালিবান গোষ্ঠীর প্রাক্তন মুখপাত্র হল এহসানউল্লা এহসান। সে এখন সাধারণ মানুষকে হুমকি দিতে শুরু করেছে। এই জঙ্গি জেল থেকে ছাড়া পেল কিভাবে?”

আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আশাবাদী সিদ্দিকি

মালালা প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধেও। পুলিশি হেফাজত থেকে কিভাবে ছাড়া পেল এহসানউল্লা, তা জানতে চেয়েছেন মালালা। ২০১২ সালে পাকিস্তানে থাকাকালীন মালালার ওপর বন্দুকবাজের হামলার মূলে ছিল এই এহসানউল্লা এহসান। এরপর ২০১৪ সালে পাকিস্তানের সেনা স্কুলের ভেতর প্রবেশ করে ১৩৪ জন পড়ুয়াকে হত্যা করা হয়। সে হত্যার দায় স্বীকার করে এই জঙ্গি গোষ্ঠী।

২০০৯ সাল, সে সময় পাকিস্তানে চলছে সন্ত্রাসবাদী তালিবানি আগ্রাসন। বিবিসি-র ব্লগ প্রকাশের পরেই মালালা ইউসুফজাইকে নিয়ে সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। ২০১০ সালে তাঁকে নিয়ে নিউ ইয়র্ক টাইমস-এ এক তথ্যচিত্রও তৈরি হয়। আর যত বেশি করে বিশ্ব মালালাকে চিনতে শুরু করে, তালিবানদের আক্রোশও তত বাড়তে থাকে। ফলত, ২০১২ সালে স্কুল থেকে ফেরার পথে সন্ত্রাসবাদীদের গুলির মুখে পড়তে হয় মালালা ইউসুফজাই’কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here