নিজস্ব সংবাদদাতা,
শনিবার ভর সন্ধ্যেবেলায় দু দুটি ফায়ারিংয়ের শব্দে স্তব্ধ হল চন্দ্রকোনার বওড়া গ্রাম। ক্ষীরপাই তারকেশ্বর সড়কের বওড়া স্টপেজের ঠিক আগের মোড়ে সিমেন্টের চোঙ তৈরীর কারখানার সামনের রাস্তায় এক আততায়ীর গুলিতে লুটিয়ে পড়ে এক ব্যক্তি।
জানা গেছে মাত্র দু-চার ফুট দূরত্ব থেকে গুলি চালান হয়। গুলির শব্দে আসেপাশের লোকজন ছুঁটে এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রোগীর অবস্থা আয়ত্বের বাইরে দেখে প্রাথমিক চিকিৎসা করে আহত ব্যক্তিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনায়, চন্দ্রকোণা থানার পুলিস ইতিমধ্যেই একজনকে আটক করেছে।
আহত ব্যক্তির নাম সৌমিত্র রাণা,বাড়ি জলসরা এলাকায়।
তবে ঠিক কী কারণে তাকে গুলি করা হয় তার সঠিক কারণ এখনও না জানা গেলেও
স্থানীয় সূত্রের দাবি পারিবারিক ব্যাপার জড়িয়ে আছে ঘটনায়। চন্দ্রকোণা থানার পুলিস ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: হাতির আক্রমন ছিন্নভিন্ন হয়ে মৃত্যু এক ব্যক্তির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584