নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খড়্গপুরের বিধায়ক প্রদীপ সরকার সহ আরো অনেকে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার ভাষণে বলেন, “বারেবারে ছুটে আসছেন এক দাড়িওয়ালা মানুষ। তিনি নাকি ফিতে কাটতে ভালোবাসেন। দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো রেল প্রকল্প টি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী ছিলেন তিনি ওই প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। সেই দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো রেল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দাড়িওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
দেশের এমন প্রধানমন্ত্রী আর কোনদিন কেউ দেখেনি বলে তিনি জানান। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীকে দেখতে নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়েছে বিজেপি। বিজেপির এমন করুণ হাল তা দেখেই বোঝা যায়। সেই সঙ্গে তিনি বলেন কৃষিবিল বাতিলের দাবিতে যখন কৃষকরা রাস্তায় বসে দীর্ঘদিন আন্দোলন করছেন তখন তাদের পাশে গিয়ে কথা বলার মত কেন্দ্র সরকারের ক্ষমতা নেই। অথচ বিজেপি নেতারা বাংলায় এসে বড় বড় কথা বলছেন।
আরও পড়ুনঃ রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজনের পথে চলেছে বিজেপিঃ কুণাল ঘোষ
সেই সঙ্গে তিনি বলেন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে পথে বসিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তার বিরুদ্ধে সকল মানুষকে এক হতে হবে। তিনি বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করেছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এবং পাশে থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584