কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে চন্দ্রিমা ব্রিগেডের প্রচার জনসভায়

0
74

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ

Chandrima Brigade's publicity rally
নিজস্ব চিত্র

অনেক অপপ্রচার, অনেক অন্যায়,অনেক অধিকার ভঙ্গের কাজ করেছেন।তার বিরুদ্ধে প্রতিবাদ যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বরের সঙ্গে কন্ঠস্বর মেলাতে তমাম বিরোধীরা এক হচ্ছে ১৯শে জানুয়ারি ব্রিগেডে। নাম না করে নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতাদের আক্রমণ করে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের প্রস্তুতি সভার মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। শুধু চ্যালেঞ্জ করে বক্তব্য ছুঁড়ে দেওয়ায় নয়, নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এদিন তীব্র ভাষায় কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য্য। বালুরঘাট শহরের থানা মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের সভামঞ্চ থেকে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন চৌকিদার পাহাড়া দিয়েছেন ঘুমিয়ে ঘুমিয়ে,জেগে ছিলেন ভান করে পড়েছিলেন। নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ পাশাপাশি ২০১৪ সালে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির নির্বাচনী ইস্তাহারে থাকা বছরে ২ কোটি মানুষের চাকরি দেওয়ার প্রতিশ্রতিকে উদ্ধৃত করে চন্দ্রিমা ভট্টাচার্য্য বিজেপির বিরুদ্ধে এদিন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করার পাশাপাশি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন কালো টাকা তো ভারতবর্ষে আনতে পারেনি উলটে আমাদের ভারতের টাকা বেরিয়ে গেছে বিদেশে।এমনকি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দীর্ঘদিনের অভিযোগ রাজ্যকে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগের সঙ্গে সুর চড়িয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন রাজ্য থেকে টাকা নিয়ে যায়, এটা ভারতবর্ষের মধ্যপ্রদেশ মানেনি, ছত্রিশগড় মানেনি, রাজস্থান মানেনি এবং ভারতবর্ষের ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্র শাসিত অঞ্চল এটা ২০১৯-এ মানবে না। তবে তৃণমূল কংগ্রেসের এদিনের এই সভায় মুখ্য বক্তা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ফিরহাদ হাকিম থাকলেও এদিন ফিরহাদ হাকিম না আসায় সভায় আসা কিছু মানুষকে সভা শুরু হতেই সভাস্থল ছেড়ে চলে যেতে দেখা যায়। তবে তৃণমূলের দলীয় সূত্রে খবর জরুরী কোন থাকার কারনে এদিন ফিরহাদ হাকিম বালুরঘাটের সভায় আসতে পারেনি। চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি বালুরঘাট লোকসভার তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষও এদিন বিজেপির রথযাত্রা কর্মসূচীকে আক্রমণ করে বলেন রথযাত্রা হল বিজেপির শেষ যাত্রা।এদিন অর্পিতা ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রের বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের সাফল্য নিয়েও প্রশ্ন তোলেন। এদিনের তৃণমূল কংগ্রেসের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি, তৃণমূল বিধায়ক তাপস রায়, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র,তৃণমূল নেতা শংকর চক্রবর্তী।

আরও পড়ুন: অ্যাকাডেমি পরিদর্শনে মন্ত্রী লক্ষ্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here