নিজস্ব প্রতিবেদক,বহরমপুরঃ
রাতপোহালেই ঈদ। পবিত্র রমজান মাসের উপবাসের শেষে আসে খুশির ঈদ।উৎসব পালনে মুখরিত জনতা ভীড় জমাচ্ছে দোকানে শপিংমলে। বিগত একবছরে বদলে গেছে কেনাকটার চিরচেনা চরিত্রও। শপিংমলের মুনাফাখোর হাঙরদের কাছে হার মানছে ক্ষুদ্র ব্যবসায়ী। অসম প্রতিযোগীতায় বাধ্য হয়ে হাত গোটাচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ীই। অথচ এইমাসে তাদেরও ঘরে পালিত হবে ঈদ। পোষাকের আব্দার বাড়বে রহিম শেখ বা কাশেম মিঞার শিশুদের। তারাও একমাস ধরে করেছে রোজা পালন। কিন্তু সন্তান সন্ততিদের সমস্ত আশা পূরণের ন্যুনতম সুযোগও নেই এই হতভাগ্য অভিভাবকদের। বাজার অর্থনীতি কেড়েছে তাদের অভিভাবকত্বের সুযোগও।
ঈদের বাজারের হাল হকিকত জানতে সমস্ত স্তরের ব্যাবসায়ীদের কাছে পৌঁছে যায় ‘নিউজফ্রন্ট’ এর প্রতিনিধি দল। উঠে আসে বাজার অর্থনীতির নয়া চেহারা।

উৎসবের বাজারে অন্যান্য বারের তুলনায় ভাটা পড়েছে বলে অভিমত ব্যাবসায়ী মহলের। বিগত কয়েক মাসে বেড়েছে পেট্রল ডিজেলের দাম। বেড়েছে পণ্যমাশুল জিনিসপত্রের দামও। ফলে খরিদ করতে নাজেহাল নানা স্তরের ক্রেতারাও। ভাঁটা পড়েছে কাপড় ব্যাবসায়ীদের ব্যাবসায়।পুরুষ পোষাকের তুলনার মহিলাদের পোষাকের বিক্রি বেশি বলে জানিয়েছেন কাপড় ব্যাবসায়ী মহল। কিন্তু ক্ষুদ্র দোকানের বাজার দখল করেছে শপিংমল। ভীড় বেড়েছে মানুষের ঝাঁ চকচকে আলোর নীচে, কিন্তু কেনবার সাধ্য নেই অনেকেরই।
এরমধ্যেই ব্যাতিক্রমি আলোকপাত ব্যাবসাদার জয়ন্ত কুন্ডুর। জলট্রাঙ্কের মোড়ে খাদ্য সামগ্রীর প্রসিদ্ধ ব্যাবসা ওই এলাকার ‘জয়ন্তদা’র। প্রায় একঘন্টা ক্রেতাদের ভীড় সামলে অম্লান হাসিতে তিনি জানালেন কাপড়ের ব্যাবসায়ীরা অনেকখানি মার খেলেও, ব্যাবসাতে সেরকম মার খায়নি খাদ্যসামগ্রীর ব্যাবসায়ীর রসনালুব্ধ বাঙালীর সৌজন্যে। তিনি বলেন সংখ্যালঘুর জেলা বলে পরিচিত মুর্শিদাবাদের মানুষ ঘুচিয়ে দিয়েছে সাম্প্রদায়িক ব্যাবধান কেনাকাটার মধ্য দিয়েই। অহিন্দু-হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষই দু’হাত ভরে কিনছে লাচ্ছা, সামাই, কাজু, কিসমিস, প্রভৃতি।

একই সাথে মানুষের ঝোঁক বেড়েছে বিলাসী জীবনযাপনের। যার কারণে ভীড় বাড়ছে প্রসাধনীর বাজারেও। ব্যাবসাদার জয়ন্ত কুন্ডুর অভিমত পেট্রপণ্যের মুল্য বৃদ্ধিতে প্রভাব পড়েছে ব্যাবসাবাট্টায়। দাম বেড়েছে নানান খাদ্য সামগ্রীরও। যার ফলে গরীর নিম্নবিত্তরা ভীড় কমাচ্ছে দোকানগুলি থেকে। একই সঙ্গে আয়াস বিলাসে মেতে উঠেছে এক শ্রেনীর মানুষ। ঈদের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে বিক্রি বাট্টা। চড়ছে জিনিসের দাম, কিন্তু উৎসবের আমেজে কোথাও খামতি নেই মুসলমান অমুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরই। বরঞ্চ উপনদী-শাখানদীর মতই চিরপ্রবহমান গতিতে জেলা জুড়েই ঈদ পালনের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে মানুষের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584