অবশেষে পরিবর্তিত হলো নামফলক

0
209

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অথচ সেই বিভাগের পরিচয় করানোর জন্য বড় নামফলকে কোথাও বাংলার স্থান ছিল না।লেখা ছিল ইংরেজিতে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি।

department of Bengali
আগে ছিল। নিজস্ব চিত্র

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাংলা বিভাগের গবেষকরা সবাই এটি নিয়ে সোচ্চার হচ্ছিলেন যে বাংলা বিভাগের নামফলকে বাংলাতেই লেখা হোক পরিচয়।বাংলায় লেখা নিয়ে বিষয়টিতে কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় সোচ্চার হচ্ছিলেন একদল ছাত্র যুব সমাজ।তারপরেই এই পরিবর্তন বলে তাদের মত।পড়ুয়াদের বক্তব্য,শুধু সোশ্যাল মিডিয়াতে লেখার জন্যই নয় বাংলায় বিভাগ এখন যে বাংলায় লেখা হয়েছে তার কৃতিত্ব বর্ধমান বিশ্ববিদ্যালয়েরও।অথচ বিশ্ববিদ্যালয়ের তরফে কোনদিনই এই বিষয়টি নিয়ে কোন ভাবনা ভাবা হয়নি। যদিও বলা হতো যে যখন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য দল আসেন তখন তাঁরা বাংলা হরফ বুঝতে পারেন না।তাই ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ইংরেজিতে লিখে রাখা হতো।যদিও ‘এতদিন পরে কেন হল, এতো অনেক আগেই ভাবা উচিত ছিল’ বলে মন্তব্য করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিমাইচন্দ্র সাহা।

department of Bengali 2
পরে হলো। নিজস্ব চিত্র

বিশ্ববিদ্যালয় তরফে বলা হচ্ছে যে, বাংলা বিভাগের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো বৈরিতা নেই।আর বিতর্কে না গিয়ে এটি দীর্ঘদিন পর হওয়ায় খুশি সব মহলেই।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ইমামদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here