সুপার সিঙ্গারের বিচারক বদল

0
408

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

স্টার জলসার জনপ্রিয় মিউজিক ট্যালেন্ট হান্ট শো ‘সুপার সিঙ্গার’। সঞ্চালকের ভূমিকায় যিশু সেনগুপ্ত। এতদিন বিচারকের আসনে ছিলেন কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি এবং জিৎ গাঙ্গুলি। এই তিনটি আসনে এবার ঘটতে চলেছে রদবদল। তিন বিচারকের আসনে বসবেন কৌশিকী চক্রবর্তী দেশিকান, শান, অভিজিৎ।

Super Singer | newsfront.co

জানা গিয়েছে মুম্বই থেকে কলকাতা এসে এই পরিস্থিতিতে শুটিং করতে ভরসা পাচ্ছেন না আগের তিন বিচারক। তাই চ্যানেলের এমন উদ্যোগ। সঞ্চালক হিসেবে অবশ্য থাকছেন যিশু সেনগুপ্তই।

Jeet Ganguly | newsfront.co
জিৎ গাঙ্গুলি

প্রসঙ্গত, লকডাউনে আগের তিন বিচারক বাড়িতে বসেই চালিয়ে গিয়েছেন বিচারকার্য। তখনও শুটিং শুরু হওয়ার ছাড়পত্র মেলেনি। এখন যখন শুটিং করার ছাড়পত্র মিলেছে তখন নন ফিকশনের শুটিং শুরু করেছে চ্যানেল। ফলে, প্রয়োজন বিচারকদের।

Kumar Sanu | newsfront.co
কুমার শানু

কিন্তু কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু এবং জিৎ গাঙ্গুলি এই কঠিন সময়ে ছাড়তে চাইছেন না নিজেদের আস্তানা। তার ফলেই আসছেন কৌশিকী, শান, অভিজিৎ। এই নয়া বদলের প্রোমো ইতিমধ্যেই দেখে নিয়েছেন দর্শক।

আরও পড়ুনঃ ফসিল-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে, জানেন?

Kabita Krishnamurti | newsfront.co
কবিতা কৃষ্ণমূর্তি

‘সুপার সিঙ্গার’ দেখুন প্রতি শনি ও রবি রাত সাড়ে ৮ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here