লক্ষ্য সুস্থতা! কোভিড রোগীদের খাবারের পরিমাণ, মূল্য বাড়িয়ে ফের নোটিশ স্বাস্থ্যভবনের

0
90

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাই চিকিৎসকদের কাছে সুস্থতার চাবিকাঠি। তাই প্রথম থেকেই করোনা রোগীদের খাদ্যতালিকায় বিশেষ ভাবে জোর দিয়েছিল সরকার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই খাদ্যতালিকা যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে।

Health department | newsfront.co
ফাইল চিত্র

তাই ফের মঙ্গলবার সকালে স্বাস্থ্য ভবনের তরফে নোটিশ দিয়ে নির্দেশ জারি করা হয়েছে, এবার থেকে ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে দিনপ্রতি মাথাপিছু খাবার এর মূল্য হবে ১৭৫ টাকা করে। কখন কি খাবার দেওয়া হবে তার তালিকাও নতুন করে স্বাস্থ্য দফতরের দেওয়া বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হয়েছে।

Order | newsfront.co

প্রতিদিন সকালে চা এবং দুটি করে বিস্কুট দিতে হবে রোগীদের। ব্রেকফাস্টে দিতে হবে চারটি রুটি, একটি ডিমসেদ্ধ, একটি কলা এবং ২৫০ এমএল দুধ। দুপুরে ভাল চালের ভাত দিতে হবে ১৫০ গ্রাম, ৫০ গ্রাম ডাল, ৮০ বা ৯০ গ্রাম ওজনের মাংসের পিস, ১০০ গ্রাম মরসুমি আনাজের তরকারি, ১০০ গ্রাম দই।

আরও পড়ুনঃ প্রায় ৬ মাস পর জেলা সফরে মুখমন্ত্রী, উত্তরকন্যাতে হবে সমস্ত বৈঠক

সন্ধেয় চা এবং দুটি বিস্কুট দিতে হবে, রাতে দিতে হবে ১০০ গ্রামের ভাত বা সমপরিমাণ রুটি, ৫০ গ্রাম ডাল, ১০০ গ্রাম ওজনের মাছ বা মাংসের পিস, ৭৫ গ্রাম তরকারি। নিরামিষাশীদের জন্যও তালিকায় বরাদ্দ থাকছে ৮০-৯০ গ্রাম ওজনের পনির বা মাশরুম বা সয়াবিন বা রাজমার ডাল।

আরও পড়ুনঃ করোনা মৃতদেহ নিয়ে ব্যবসার অভিযোগ পেলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরসভার

এর আগে জুন মাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ব্রেকফাস্টে থাকবে ৪টি রুটি, একটি করে ডিম, কলা, দুধ। দুপুরের খাবারে ভাত থাকবে পরিমাণ মতো, অন্তত ১০০ গ্রাম চালের। সঙ্গে ডাল অন্তত ৫০ গ্রাম থাকবে, মাছ বা মাংসের ওজন ৯০ থেকে ১০০ গ্রাম হবে, দই দিতে হবে রোজ। সেই সঙ্গে দেওয়া হতো প্যাকেটজাত নানা খাবার ও পানীয়ও। কিন্তু বিভিন্ন রোগীর পরিবার থেকে অভিযোগ আসায় সেই নির্দেশিকাতে বদল করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here