নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একটি বট গাছের শিকড় দিয়ে অঝোরে জল পড়ছে আর তাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার দু-নম্বর ব্লকের টট পারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মজিদ খানা এলাকায় সকাল থেকে একটি বহু প্রাচীন বট গাছের শিকড় দিয়ে অঝোরে জল পড়ছে।
জানা গেছে, প্রাচীনতম এই বটগাছটি একটি মাঠের মাঝে অবস্থিত স্বাভাবিক ভাবেই সচরাচর সেখানে কেউ যায় না। এদিন এই ঘটনার পর ওই এলাকার অনেকেই মনে করছে এটা ভগবান। শুরু হয় পূজা অর্চনা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় এক বাসিন্দা তার জমিতে যাওয়ার সময় এই ঘটনাটি দেখতে পান। আর তারপর খবরটি চাউর হতেই স্থানীয় মানুষ সহ বাইরের মানুষের মধ্যে উৎসাহ দেখা দেয় গাছটিকে দেখার জন্য এলাকার প্রবীণ বাসিন্দারাও বটগাছে থেকে জল পড়ার বিষয়টি দেখার জন্য গিয়েছেন।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় নতুন ব্রিজ তৈরির কাজের উদ্বোধন পর্যটনমন্ত্রীর
কিন্তু কেউই কোন মন্তব্য করেননি । স্বাভাবিকভাবেই একদিকে যেমন মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে বট গাছ থেকে জল পরার দেখার অন্যদিকে কিছু মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে বিষয়টি নিয়ে।
এদিকে এই বিষয়ে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদি সংস্থার সম্পাদক কৌশিক দে বলেন,“এই সময় বট গাছের থেকে জল পড়াটা স্বাভাবিক কোনো অস্বাভাবিক বিষয় নেই এখানে কোনো অলৌকিক ঘটনা ও নেই । তারা এলাকার বাসিন্দাদের এই বিষয়ে সচেতন করছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584