রেশন নিয়ে রায়গঞ্জের গ্রামে গণ্ডগোল, পুলিশি হস্তক্ষেপ চাঞ্চল্য এলাকায়

0
27

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

প্রশাসনের হস্তক্ষেপে শান্তি ফিরলো রায়গঞ্জের শিষগ্রামে। বুধবার বিকাল থেকে রেশন নেওয়াকে ঘিরে উত্তেজনা ছিল গ্রামে।উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

ration | newsfront.co
রেশন নিচ্ছেন প্রাপকরা। নিজস্ব চিত্র

জানা যায়, রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের শীষগ্রামের রেশন ডিলার বুধবার বিকালে খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্প ২ গ্রাহকদের কাছে চাল এবং গমের দাম চাওয়াতেই উত্তেজিত হয়ে গ্রামবাসিরা ডিলারের উপর চড়াও হয় বলে অভিযোগ।

Ration given | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে গ্রাহকদের অভিযোগ রেশন ডিলার সরকারি জিনিসপত্র নিয়ে তাদের সঙ্গে নিয়মিত প্রতারণা করছে। সেই সঙ্গে রাতের অন্ধকারে ডিলার রেশনের জিনিসপত্র পাচার করছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মারনঘাতি ভাইরাসকে উপেক্ষা করেও প্রাণ বাঁচাতে এগিয়ে এল রক্ত দাতারা

বুধবার বিকালে গ্রামবাসীরা রেশন নিতে গেলে তাদের কাছে চাল এবং গমের টাকা দাবি করেন। লকডাউনের সময় মানুষের কাজকর্ম নেই। রেশনের চাল গমের দাম চাইলে টাকা অভাবে সেই সমস্ত সামগ্রী নিতে পারেননি। সমস্ত খাদ্য সামগ্রী রেশন দোকানে ফিরিয়ে দেন তারা। এই ঘটনার জেরেই উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে রেশনে জিনিসপত্র নিচ্ছেন গ্রাহকরা।

যদিও জেলা খাদ্য নিয়ামক অভিজিৎ ধারা জানিয়েছেন, “শীষগ্রামে একটু সমস্যা হয়েছিল। খাদ্য দফতরের আধিকারিকরা পৌঁছে গ্রামবাসিদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে”।

যদিও ডিলারকে নিগৃহীত করার মতো কোন খবর তার কাছে নেই। তবে এ বিষয়ে ডিলার প্রবোধ কুণ্ডুর অভিযোগ, সরকারি নিয়ম মেনে গ্রাহকদের কাছে টাকা চাওয়াতে গ্রাহকরা উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here