রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানা এলাকায় ডিওয়াইএফআইয়ের একটি কর্মসূচিকে ঘিরে পুলিশ ও ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। বৃহস্পতিবার ডিওয়াইএফআই নেতৃত্ব তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাসিরুল ইসলাম, সালার লোকাল সম্পাদক হাসমত সেখ ও সভাপতি সুকান্ত ঘোষের নেতৃত্বে সালার এলাকাজুড়ে একটি মিছিল সংগঠিত করা হয়। এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে সারা রাজ্যের বিভিন্ন থানায় মামলা রুজু করার কর্মসূচী অনুযায়ী সালার থানাতেও মামলা রুজু করতে আসেন বাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ নিখোঁজ শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বের করতে রাজ্য জুড়ে DYFI-এর মিসিং ডাইরি
তখনই সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু নয় রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নামে সালার থানায়একটি নিখোঁজ ডাইরি করার কথা ছিল ডিওয়াইএফআই নেতৃত্বের। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করার জন্য কুশপুত্তলিকা প্রস্তুত করবার সময় পুলিশ ও ডিওয়াইএফআই নেতৃত্বের ধস্তাধস্তির সৃষ্টি হয়। সালার থানার সামনে কুশপুত্তলিকা দাহ করার আগে ডিওয়াইএফআই নেতৃত্বের হাত থেকে কুশপুত্তলিকা কেড়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত কুশপুত্তলিকা দাহ করতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় সালারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বৃহস্পতিবার বিকেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584