কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরে শিক্ষকের সঙ্গে অসভ্য ব্যবহার বিএলআরও’র, ভিডিও ভাইরাল

0
119

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরে মঙ্গলবার এক ব্যক্তির সঙ্গে কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিকের বচসার ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

Viral video
ভাইরাল ভিডিওর ক্লিপ। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, কান্দির হাটাপাড়া গ্রামের বাসিন্দা সাহাদত সেখ, উদয়চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি মঙ্গলবার আরএসওআর নামক একটি নথিপত্র কান্দি ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তর কাজের জন্য আসেন। তাছাড়া এর আগে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে এসে বারবার ঘুরে যেতে হচ্ছিল তাকে বলে অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার সেই নিয়ে কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদারকে নালিশ জানাতে গেলে ওই ব্যক্তি কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদার ওই ব্যক্তির সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে এবং ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরের মধ্যে তাকে অসংলগ্ন ভাষায় অপমান করেন। আর সেই ভিডিও ভাইরাল এখন নেট দুনিয়ায়, যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে বাসব দত্ত মজুমদার জানান, ‘যে ব্যক্তি তিনি এসেছিলেন তিনি ইচ্ছা করে অফিসে ঝামেলা করছিলেন। তবে এই বিষয়ে আমি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলব না।’

বাসব দত্ত মজুমদার

এ বিষয়ে সাহাদত সেখ জানান, ” আমি বেশ কয়েকদিন ধরে ঘুরছি, আজকে এসে স্যারকে বলছি আপনার একটা সিগনেচার করে দিলে কাজটা হয়ে যাবে কিন্তু স্যার সিগারেট খেতে খেতে বলেন সামনে সপ্তাহে এসো, আমি বলি এভাবে ঘোরালে কিভাবে কাজ হবে স্যার! তখন মেজাজ দেখিয়ে আমাকে তেড়ে এসে বলেন – দেখবি পুলিশ ডেকে তোকে জব্দ করে দেব। এখনো আমাকে ঘুরিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। “এই ঘটনার পর জেলার রাজনীতিতে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

সাহাদত সেখ। নিজস্ব চিত্র

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘কান্দি বিএলআরও অফিসে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। কংগ্রেসের সুরে সুর ছড়িয়ে কান্দি শহর মন্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় বলেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনা কোনভাবেই কাম্য নয়। ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছে।’

আরও পড়ুনঃ জলঙ্গীতে ফেলে যাওয়া অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করল বেসরকারি সংস্থার সদস্যরা

এ প্রসঙ্গে কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থ প্রতীম সরকার বলেন, “ভিডিওটা দেখলাম সিগারেট হাতে নিয়ে আমাদের আধিকারিক উত্তেজিত হয়েছিল, এটা কখনোই কাম্য নয়। আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে সমস্ত আধিকারিককে খেয়াল রাখতে বলব “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here