স্কুল খোলার দাবিতে ভগবানগোলায় SFI -এর কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি

0
99

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

পানশালা নয়, পাঠশালা চাই… এই দাবিতে বিক্ষোভ সমাবেশ এসএফআই ভগবানগোলা লোকাল কমিটির উদ্যোগে। বিক্ষোভ সমাবেশ চলাকালীন সার্কেল ইন্সপেক্টর শ্যাম প্রসাদ সাহা ও ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী সমাবেশ স্থানের চারিদিক ঘিরে রাখেন। বিক্ষোভ সমাবেশের যখন শিক্ষক ও ছাত্ররা মিছিল করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গিয়ে ডেপুটেশন দিতে চান তখন তাদের বাধা দেয় পুলিশ। ধাক্কাধাক্কি শুরু হয় এসএফআই-এর কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে।

SFI Protest

ধাক্কাধাক্কির পরে কিছু এসএফআই কর্মী সমর্থকরা বাইরে বেরিয়ে আসে এবং রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকে। তখন তাদের বাধা দিয়ে পুলিশ মুর্শিদাবাদ জেলার এসএফআই কমিটির সভাপতি সাহাদাত হোসেন, ভগবানগোলা লোকাল কমিটির সভাপতি আবদুল্লা, সম্পাদক সোহেল রানাকে আটক করে পুলিশ।

SFI

সংগঠনের সদস্য তথা এক প্রাইমারি শিক্ষক বলেন, যখন মেলা খেলা সব চলছে তখন কেনো স্কুল কলেজ খোলা হচ্ছে না। করোনা কি শুধু স্কুল বিল্ডিংয়ের ভিতরে রয়েছে? খোলা জায়গায় স্কুল করলে সেইখানে কি করোনা যাবে না ! সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় পুলিশ প্রশাসনকে, যাদের আটক করা হয়েছে তাদের বিনা শর্তে মুক্তি না দিলে এর থেকেও বড়ো আন্দোলনে যাবে তারা।

আরও পড়ুনঃ রেলের চাকরিতে যোগ দেওয়ার আগেই কান্দির যুবকে রহস্যজনক মৃত্যু বহরমপুরে

পুলিশ সূত্রে খবর, এই বিক্ষোভ সমাবেশের জন্য পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি সংগঠনের পক্ষ থেকে। রাজ্যে কোভিড বিধি চলছে এই সময় বিভিন্ন জমায়েত করলে পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের পারমিশন নিয়ে হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here