নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার জয়ন্তীপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে তার অনুগামী হিসাবে পরিচিত তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন ক্ষীরপাই পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার গৌতম ভট্টাচার্য। তিনি বিজেপি দলের পতাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক গন্ডগোল শুরু হয় সভা মঞ্চের সামনে। সভা মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে আদি বিজেপি কর্মীরা গৌতম ভট্টাচার্যর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করে বলে অভিযোগ।
সেইসঙ্গে চোর গৌতম ভট্টাচার্য কে মানছি না মানবো না,লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী গৌতম ভট্টাচার্য নিপাত যাক, বিজেপির ক্ষীরপাই মন্ডল কমিটি জিন্দাবাদ স্লোগান দেয় আদি বিজেপি কর্মীরা। সেইসঙ্গে আদি বিজেপি কর্মীরা গৌতম ভট্টাচার্যকে বিজেপি দলে যোগদান করানোর জন্য দলের নেতাদের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন চোর গৌতম ভট্টাচার্য কে কোন দিন আমরা মেনে নেব না। যার বিরুদ্ধে আমরা এতদিন লড়াই করেছি, আন্দোলন করেছি, বিক্ষোভ কর্মসূচি পালন করেছি তাকে দলে নিয়ে মানুষের কাছে আমরা কি কথা বলব।
এখন আমরাই বলি তৃণমূল চাল চোর, কয়লা চোর, গরু চোর।সেই বড় চোর কে যদি আমরা দলে নেই তাহলে মানুষ আমাদেরকে ডাকাত বলে ডাকবে। তাই আমরা ওকে একেবারে মেনে নেব না। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের অন্তর্গত ক্ষীরপাই পুরসভা সহ ওই ব্লকের বিভিন্ন এলাকার আদি বিজেপি কর্মীরা গৌতম ভট্টাচার্যকে দলে নেওয়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। তারা এর বিহিত চেয়ে দলের নেতাদের কাছে জবাব চায়। আদি বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে গৌতম ভট্টাচার্য কে বিজেপি দল থেকে তাড়াতে হবে ,তা না হলে আমরা কেউ তাকে মেনে নেব না।
আরও পড়ুনঃ আয়ুর্বেদিক-হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়াল রাজ্য
তৃণমূলের বড় ডাকাত গৌতম ভট্টাচার্য তাকে পিছন দিক দিয়ে দলে যোগদান করানো আমরা কোনমতেই মানছি না মানবো না। আমাদেরকে অন্ধকারে রেখে চোর গৌতম ভট্টাচার্য কে দলে নেওয়া হল কেন দলের নেতৃত্ব জবাব চাই জবাব দাও। আদি বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সভামঞ্চ। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে আদি বিজেপি কর্মীরা গৌতম ভট্টাচার্য কে যে কোন ভাবে মেনে নেবেনা তা দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে শনিবার বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ কলকাতায় ১২০ কিমি রাস্তায় সাইকেল লেনের প্রস্তাব সমীক্ষক সংস্থার
যার ফলে আদি বিজেপি কর্মীদের সঙ্গে দাদার অনুগামী নব্য বিজেপি কর্মীদের মধ্যে প্রকাশ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। যেভাবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সামনে একদল আদি বিজেপি কর্মী বিক্ষোভে শামিল হয়েছিলেন।
ঠিক একইভাবে শনিবার নব্য বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখায় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের আদি বিজেপি কর্মীরা। তারা যে কোনো মতেই শুভেন্দু অধিকারীর অনুগামী অর্থাৎ দাদার অনুগামীদের মেনে নিতে পারবে না তা পরিষ্কার ভাষায় শনিবার জানিয়ে দিলো। তাদের বক্তব্য,”দাদার অনুগামীদের দাদা তার সঙ্গে নিয়ে যাক। আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা ওকে কিছুতেই মেনে নেব না ও বিজেপির কেউ নয়। বিজেপিতে যোগদান করলে ওর সাথে বিজেপির কোন সম্পর্ক থাকবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584