নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের অবসাদে আত্মঘাতী হয়েছে এক যুবক। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়ার ঝাড়বাড়ি এলাকায়। মৃতের নাম সুভাষ প্রামাণিক (২১)। সে ক্ষৌরকর্মে নিযুক্ত ছিল। সোমবার ঘর থেকে সুভাষের ঝুলন্ত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। অভাবের তাড়নায় সে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ মেদিনীপুরের আবাস খাসজঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
পরিবারের দাবি, লকডাউনের পর থেকে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় অবসাদে ভুগছিল সুভাষ। রায়গঞ্জের বিডিও রাজু লামা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584