দোকান খোলা নিয়ে বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব বহরমপুরে

0
57

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

লকডাউনকে উপেক্ষা করে দোকান খোলা নিয়ে প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। সোমবার বহরমপুরের খাগড়া এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Shop owner | newsfront.co
অভিযুক্ত দোকান মালিক । নিজস্ব চিত্র

এদিন ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ‘বহরমপুর শহরের অনেক বড় বড় বস্ত্র প্রতিষ্ঠান পিছন দিক দিয়ে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে। সেখানে কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অথচ ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান খুললে পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে। দোকান বন্ধ রাখার আর্জি জানাচ্ছে। কিন্তু হোম ডেলিভারির নাম করে দোকানের পিছনে দরজা দিয়ে চুটিয়ে ব্যবসা করছে বড় বড় ব্যবসায়ীরা। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছে না।’

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবিলায় বাড়তি সতর্কতা জারি দীঘায়

যদিও প্রতিষ্ঠিত বস্ত্র প্রতিষ্ঠানের মালিক অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ‘আমরা অনলাইনে ব্যবসা করছি। দোকানের সামনের কোন গেট তাদের খোলা নেই। পিছন দিক দিয়ে তারা ব্যাবসা চালাচ্ছেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here