মাস্ক পরতে বলায় মারধর, উত্তেজনা রায়গঞ্জে

0
50

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জের রামপুরে এক আদিবাসী যুবককে মাস্ক পরতে বলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ভয়ে ৩টি পরিবার এখন গ্রামছাড়া। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জমায়েত হন। জমায়েতকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

chaos | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ ব্লকে রামপুর এলাকার লহন্ডা গ্রামে কয়েকজন যুবক রাস্তা আটকে পথচারীদের মাস্ক পরার জন্য সচেতন করছিলেন। শুক্রবার রাতে লহন্ডা গ্রামের এক আদিবাসী যুবক মাস্ক না পরে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যুবকরা তাঁকে আটকে মাস্ক পরতে বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি হয় বলে অভিযোগ। পরে ওই আদিবাসী যুবক সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে ৩ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

আরও পড়ুনঃ গরু পাচারকে কেন্দ্র করে গুলি, উত্তেজনা মালদহের সাহাপুরে

পরিবারের লোকদেরও মারধর করে। ভয়ে রাতেই ওই বাড়ির বাড়ির লোক অন্যত্র পালিয়ে যায়। এদিন সকালে ফের এলাকায় উত্তেজনা ছড়ায়। গতরাতে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতেই এদিন আদিবাসীদের জমায়েত করে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২ পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া হবে। ৩ টি পরিবারকে বাড়িতে ফিরিয়ে আনা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here