নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা কক্ষ। গত ২৩ জানুয়ারি, নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়ায় যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বেশ কয়েকজন বিজেপি কর্মী।
আজ বিধানসভাকক্ষে এই ঘটনার নিন্দা প্রস্তাব রাজ্যের মন্ত্রী তাপস রায়ের। সেই সময় বিরোধীরা ইঙ্গিতপূর্ণ আওয়াজ করতেই তাঁর তীব্র প্রতিবাদ করেন তাপসবাবু। তখন বিরোধীরা বিষয়টির পাল্টা প্রতিবাদ জানিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা তাপসবাবুর ভাষাকে অসংসদীয় বলে আপত্তি করেন। ফলে বিধানসভায় উত্তেজনার সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ দিলীপের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, যাতে অধ্যক্ষকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। ঘটনা প্রসঙ্গে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই ঘটনা আমাদের ব্যথিত করেছে। এটি আজকের অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে। পরে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাপস বাবুর বক্তব্যের যথাযথ বিশ্লেষণ করার পর বিভ্রান্তি দূর হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584