সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায়। কাঁকসার সমষ্টি ভূমি ও ভূমিসংস্কার বিভাগে বিভিন্ন অভিযোগ করে ব্লক ভূমি আধিকারিককে স্মারকলিপি দেন বিজেপির নেতা কর্মীরা।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, কাঁকসার দুই ও তিন নম্বর কলোনি প্রায় দুশোটি পরিবার ছাড়াও বহু পরিবার এখনও ভূমি পাট্টা পায়নি। প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে বসবাস করেও মেলেনি পাট্টা।
আরও পড়ুনঃ বিধায়ক মনিরুল ইসলামকে কড়া হুঁশিয়ারি দিলেন ‘কেষ্ট দা’
শুধু তাই নয় অভিযোগ জানানো হয়, কাঁকসার বিভিন্ন এলাকায় প্রমোটিং-এর স্বার্থে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে। বিজেপির বর্ধমান জেলা কমিটির সদস্য রমন শর্মা বলেন, ব্লকে ভূমি সংক্রান্ত দুর্নীতি চলছে। তারই স্মারকলিপি দিতে এসেছিলাম।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584