শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। হেনস্থা হতে হয়েছে চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের। রবিবার বিকেলে এই ঘটনায় ওই হাসপাতালে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেনিয়াপুকুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিলজলার মহম্মদ সালাউদ্দিনকে (৫৬) চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে অন্য ব্লকে নিয়ে যেতে বলা হয়৷ নির্দিষ্ট ব্লকে রোগীকে নিয়ে গিয়ে দেখা যায় কোনও ডাক্তার নেই৷ রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও মেলেনি অক্সিজেন৷ ওই ব্লকে কিছুক্ষণ পড়ে থাকার পর মহম্মদ সালাউদ্দিন নামে ওই রোগীর মৃত্যু হয়৷
আরও পড়ুনঃ বিশ্বভারতীতে মেলার মাঠ ঘেরার সিদ্ধান্ত ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা
রোগীর পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে৷ এমনকি রোগীর ছেলেকে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা মারধর করেছে বলেও অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, রোগীর আত্মীয়রা হাসপাতালের কয়েকজন চিকিৎসক-স্বাস্থ্য কর্মীকে হেনস্থা করেছে৷
ফলে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল উত্তপ্ত হয়ে উঠে৷ সেই সময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার তদন্তে হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584