ধর্মঘট সফল করতে রেলের ওভারহেড তারে কলাগাছ, মিশ্র প্রভাব দক্ষিণ ২৪ পরগণায়

0
92

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

বামেদের সাতটি ট্রেড ইউনিয়নের ডাকে জেলাজুড়ে ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে। সকাল থেকে অধিকাংশ দোকানপাটই খোলা , চলছে রাজপথের যানচলাচল। জলপথের দৃশ্যও প্রায় একই ।তবে ধর্মঘট সফল করতে জোর করে দোকান বন্ধ করার চেষ্টা চলছে কোথাও কোথাও ।

car | newsfront.co
মিশ্র প্রভাব ৷ নিজস্ব চিত্র
road | newsfront.co
মিশ্র প্রভাব ৷ নিজস্ব চিত্র

কোথাও আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে ধর্মঘটীদের । কোথাও আবার কলাগাছ ফেলে ট্রেনের চাকা স্তব্ধ করে দেওয়া হয়েছে । সকাল থেকে এমনই দৃশ্য দেখা গেছে জেলা জুড়ে ।দক্ষিণ ২৪ পরগণার ২৯ টি ব্লক ৭টি পুরসভা ,৩১০ টা গ্রাম পঞ্চায়েতে ধর্মঘটের প্রভাব মিশ্র । অন্যান্য দিনের তুলনায় রাস্তায় সাধারণ মানুষরসংখ্যা অনেক কম ।

boat | newsfront.co
নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবারে বামেদের মিছিল বের হতেই ব্যাঙ্ক থেকে দোকান সর্বত্র বন্ধ করে দেওয়া হয় । শিয়ালদহ- ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল বন্ধ । মগরাহাটে ফেলা হয়েছে কলাগাছ । বন্ধ বেশীর ভাগ দোকান । অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকসংখ্যা অনেকটাই কম ।ডায়মন্ড হারবার ফেরী সার্ভিস স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম।

rail line | newsfront.co
নিজস্ব চিত্র

বামেদের মিছিলের বিরোধীতা করে আজ পথে নামে তৃণমূল কংগ্রেস । ডায়মন্ড হারবার টাউন যুব সভাপতির নেতৃত্বে শুরু হয় মিছিল । দোকান, ব্যাঙ্ক খুলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শুরু হয় মিছিল ।রায়দিঘিতে ধর্মঘটের প্রভাব পড়েছে মিশ্র । দোকান সহ যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। কান্তি গাঙ্গুলির ছেলে জোর করে দোকান বন্ধ করার নির্দেশ দিলে এলাকায় বচসা শুরু হয় ।

আরও পড়ুনঃ শান্তিপূর্ণ ধর্মঘট, মিশ্র প্রভাব ঝাড়গ্রামে

কুলপিতে সকাল থেকে ধর্মঘটের প্রভাব মিশ্র । কোথাও বাজার-হাট খোলা, আবার কোথাও বন্ধ । বামেদের মিছিল বের হতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি । পরে স্বাভাবিক হয় পরিস্থিতি । অন্যান্য দিনের তুলনায় রাস্তায় অনেক কম যানবাহন চোখে পড়ে ।

আরও পড়ুনঃ কালচিনিতে পৌঁছালো ‘সারনা প্রার্থনা সভা ভারত’ এর মিছিল

কাকদ্বীপে ধর্মঘটের প্রভাব নেই বললেই চলে । বামেদের মিছিলে হাতে গোনা কয়েকজন ছিল মাত্র । এছাড়া অন্যান্য দিনের মতো বেশীর ভাগ দোকান ছিল খোলা ।

যানবাহন ছিল স্বাভাবিক । যদিও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষের সংখ্যা ছিল অনেক কম ।দক্ষিণ সুন্দরবনের ফেরী সার্ভিস চলাচল করলেও সকাল থেকে যাত্রী সংখ্যা ছিল অনেক কম ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here