শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নিকাশী নালা তৈরি করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুরের সুকান্তনগর এলাকায়। জানা গেছে, গঙ্গারামপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সুকান্তনগর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল নিকাশি নালা তৈরির।
নিকাশী নালা না থাকার জন্য রাস্তাতে জমে থাকে জল। এর ফলেই যাতায়াতের সমস্যায় পড়েছে এলাকাবাসী। এছাড়া নর্দমা তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে এলাকায় খুঁড়ে রাখা হয়েছিল মাটি। ফলে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটত এলাকায়।
আরও পড়ুনঃ জোড়া খুনের ঘটনায় আতঙ্ক লঙ্কাপাড়া চা বাগানে
এলাকাবাসীদের অভিযোগ, সোমবার নর্দমা তৈরির কাজ করছিল মিস্ত্রিরা। সেই সময় এক ব্যবসায়ী তার জায়গাতে কাজ করতে বাধা দেয় মিস্ত্রিদের। পরে বিকেলবেলা এক বাইক আরোহী সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে ওই গর্তে পড়ে যায়।
অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাইক আরোহী। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা এবং ওই ব্যবসায়ীর দোকানের সামনে এসে বিক্ষোভ দেখায় সকলে মিলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584