সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ক্লাস হচ্ছে না ঠিকঠাক তাই শুক্রবার দুপুরে জলঙ্গী ব্লকের কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন স্কুলের পড়ুয়ারা স্কুলের মেনগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। প্রায় দুঘন্টা তালা বন্ধ রাখা হয় স্কুলে। এর ফলে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা সকলেই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। ছাত্র ছাত্রীদের বক্তব্য, স্কুলে শিক্ষক সংখ্যা খুব কম এবং যে কজন আছেন তাঁরাও ঠিকভাবে ক্লাস করান না। এমনকি নাম ডাকার কাজও স্কুলের ছাত্রদের দিয়ে করানো হয় বলে অভিযোগ।
স্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধেও অভিযোগ করা হয়। স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছাত্রদের গায়ে হাত তোলার অভিযোগ করে ছাত্রছাত্রীরা। এই ঘটনার পর সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন প্রাঙ্গণে। শেষ পর্যন্ত পুলিশের মৌখিক আশ্বাসে স্কুলের তালা খুলে দেন ছাত্রছাত্রীরা। যদিও স্কুলের ছাত্রছাত্রীদের অভিযোগ মানতে চাননি প্রধান শিক্ষক ফেরদৌস ওয়াহিদ সেলিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584