মালদহের করোনা আক্রান্ত রোগীকে শিলিগুড়িতে স্থানান্তর ঘিরে তর্জা

0
55

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহের করোনা আক্রান্তকে জেলায় চিকিৎসার পরিবর্তে শিলিগুড়িতে পাঠানো হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনিক কর্তারা অবশ্য বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি।

Ambulance | newsfront.co
শিলিগুড়ির পথে। ফাইল চিত্র

উল্লেখ্য, সোমবার মালদহের এক বাসিন্দার করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপরেই ওই শ্রমিককে শিলিগুড়ির করোনা হাসপাতালে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুল্যান্সে চাপিয়ে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই রোগীকে শিলিগুড়িতে স্থানান্তর করা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল।

আরও পড়ুনঃ দোকান খোলা নিয়ে বিভ্রান্তিতে উত্তর দিনাজপুরের ব্যবসায়ীমহল

তিনি বলেন, আমরা জানি পুরাতন মালদহে একটি নির্দিষ্ট কোভিড হাসপাতাল রয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বক্তব্য অনুযায়ী ওই হাসপাতালে দশটিরও বেশি ভেন্টিলেটর ও অন্তত দু’টি ডায়ালিসিস মেশিন রয়েছে।তারপরেও কেন ওই রোগীকে শিলিগুড়িতে পাঠানো হল ! প্রশাসনের পাশে দাঁড়ান রাজ্যসভার সংসদ সদস্য তথা তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম নুর।

তিনি বলেন, জেলায় মাত্র একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই একজন রোগীকে ওই হাসপাতালে রাখলে তাঁর উপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাঁকে শিলিগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here