নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মিনি ডিপ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বচসা, আর তার জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের অন্তর্গত চন্দ্রকোনারোডের ঘোষকিরা গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গ্রামের বাসিন্দা শিব শঙ্কর চ্যাটার্জী তার জমিতে মিনি ডিপ টিউবওয়েল বসাতে গেলে সোমবার গ্রামেরই বাসিন্দা শীতল মল্লিক ও কৃষ্ণ মল্লিকের সাথে শিব শংকর চ্যাটার্জীর বচসা হয়। গত সোমবার ওই ঘটনার সময় তারা শিবশংকর চ্যাটার্জীকে মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ পাটুলিতে করোনা-আক্রান্ত স্বামীকে জুতোপেটা প্রতিবেশীদের, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্থা
বুধবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শিবশংকর চ্যাটার্জীর মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যায় চন্দ্রকোনারোডের বিট হাউসের পুলিশ, তবে এখনও পর্যন্ত পুলিশে কোন অভিযোগ না হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারণে ওই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584