নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলাও। তোর্সার গর্ভে বিলীন হওয়ার মুখে কালচিনি ব্লকের সীমান্ত শহর জয়গাঁর তলাবস্তী এলাকার প্রায় দশটি বাড়ি। গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে ভুটান থেকে নেমে আসা তোর্সা নদী।
প্রতিবেশী দেশ ভুটানে লাগার বৃষ্টির কারনে তোর্সার জলস্ফীতি আরও বেড়েছে। আগামী ২৪ ঘন্টায় যদি একই ধরনের বৃষ্টিপাত জারি থাকে তবে আলিপুরদুয়ার জেলায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও তোর্সা নদীর জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া বনবিভাগের জঙ্গলে।ট্রলি লাইন সংলগ্ন ওই এলাকায় প্রায় দুশো মিটার মাটির বাঁধ ভেঙে যাওয়ার দরুন প্রকৃত গতি পথের পরিবর্তে জলদাপাড়া জঙ্গল দিয়ে বইতে শুরু করেছে তোর্সা নদী।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় গঙ্গারাম চা বাগানে ভেঙে পড়ল ব্রিজ
ফলে টোটোপাড়া-বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বল্লালগুড়ি ও মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জলদাপাড়া জঙ্গলের অসংখ্য বন্যপ্রাণের। শুধু তাই নয়, তোর্সার জল আরও বাড়লে ক্ষতিগ্রস্থ হতে পারে এশিয়ান হাইওয়ে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুটের রেলপথ।শুক্রবার মাদারিহাট ট্রলিলাইন তোর্সার বাঁধ পরিদর্শনে যান মাদারিহাট বিডিও সহ ব্লক প্রশাসনের কর্তারা।
বিডিও জানান,জেলাশাসক কে পরিস্থিতি বিষয়ে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584