কালচিনিতে তোর্সার ভাঙনের কবলে দশ বাসগৃহ

0
55

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ভাঙনের কবলে।নিজস্ব চিত্র

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলাও। তোর্সার গর্ভে বিলীন হওয়ার মুখে কালচিনি ব্লকের সীমান্ত শহর জয়গাঁর তলাবস্তী এলাকার প্রায় দশটি বাড়ি। গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে ভুটান থেকে নেমে আসা তোর্সা নদী।

নিজস্ব চিত্র

প্রতিবেশী দেশ ভুটানে লাগার বৃষ্টির কারনে তোর্সার জলস্ফীতি আরও বেড়েছে। আগামী ২৪ ঘন্টায় যদি একই ধরনের বৃষ্টিপাত জারি থাকে তবে আলিপুরদুয়ার জেলায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিদর্শন।নিজস্ব চিত্র
শেরণ তামাং,বিডিও মাদারিহাট।নিজস্ব চিত্র

এছাড়াও তোর্সা নদীর জল ঢুকতে শুরু করেছে জলদাপাড়া বনবিভাগের জঙ্গলে।ট্রলি লাইন সংলগ্ন ওই এলাকায় প্রায় দুশো মিটার মাটির বাঁধ ভেঙে যাওয়ার দরুন প্রকৃত গতি পথের পরিবর্তে জলদাপাড়া জঙ্গল দিয়ে বইতে শুরু করেছে তোর্সা নদী।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় গঙ্গারাম চা বাগানে ভেঙে পড়ল ব্রিজ

ফাটল।নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

ফলে টোটোপাড়া-বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বল্লালগুড়ি ও মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

নিজস্ব চিত্র
রোহিত কুমার বিশ্বকর্মা, সভাপতি মাদারিহাট-বীরপাড়া পঞ্চায়েত সমিতি।নিজস্ব চিত্র

বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জলদাপাড়া জঙ্গলের অসংখ্য বন্যপ্রাণের। শুধু তাই নয়, তোর্সার জল আরও বাড়লে ক্ষতিগ্রস্থ হতে পারে এশিয়ান হাইওয়ে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুটের রেলপথ।শুক্রবার মাদারিহাট ট্রলিলাইন তোর্সার বাঁধ পরিদর্শনে যান মাদারিহাট বিডিও সহ ব্লক প্রশাসনের কর্তারা।

বিডিও জানান,জেলাশাসক কে পরিস্থিতি বিষয়ে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here