ফুলবদল আফজালের, পাঁশকুড়ায় তরজা তৃণমূল-বিজেপির

0
151

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গতকাল অর্থাৎ সোমবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নিহত কুরবান শা’র দাদা আফজাল আলি শা।

Afzal Shah | newsfront.co
আফজাল শা। নিজস্ব চিত্র

তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। আফজাল শা তৃণমূল কংগ্রেসে আসেন শুভেন্দু অধিকারীর হাত ধরেই। গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরেই নিমতৌড়িতে বিজেপিতে যোগদান করেন আফজাল আলি শা।

Poster Controversy | newsfront.co
আফজাল শা’র নামে পোস্টার। নিজস্ব চিত্র

এরপর মাইসোরার বিভিন্ন এলাকায় আফজাল আলি শায়ের নামে পোস্টার পড়তে দেখা যায়। যেখানে লেখা আছে আফজাল শা বিজেপি দালাল দূর হাঁটাও। তবে আশ্চর্যের বিষয় বিজেপিতে যোগদানের পরেও মাইসোরার কার্যালয়ে তৃণমূলের পতাকা দেখতে পাওয়া গেল।

TMC Party Office | newsfront.co
তৃণমূল কার্যালয়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রার্থী ঘিরে বিক্ষোভ পদ্ম শিবিরে! বৈঠকে শাহ-নাড্ডা

এই নিয়ে আফজাল শা বলেন, “এটি কোন দুষ্কৃতীদের কাজ। আমি রাজনীতিতে এসেছি আমার ভাইয়ের খুনিদের শাস্তির দাবিতে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে সেই সমস্ত দোষীদের ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন তাতে আমি দল ছাড়তে বাধ্য হলাম। আমি মাইসোরার কার্যালয়ের তৃণমূলের নেতৃত্বদের বলেছি পতাকা খোলার জন্য। তারা দু-তিন দিনের মধ্যেই পতাকা খুলে দেবেন। ওটি আমার নিজস্ব অফিস, তাই নিজস্ব কাজে ব্যবহার করব।”

আরও পড়ুনঃ বাগডোগরা বিমানবন্দরে আটক ২ চীনা নাগরিক

Sujit Ray | newsfront.co
সুজিত রায়, স্থানীয় তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

তবে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সুজিত রায় বলেন, “এই সমস্ত কাজ বিজেপির পুরনো সদস্যদের। তারা চায় না আফজাল শা তাদের দলে আসুক, সেই কারণেই হয়ত এই সমস্ত পোস্টার তারা লাগিয়েছেন। তবে আফজাল শা বিজেপিতে যাওয়ায় মাইসোরা অঞ্চলের তৃণমূলের জেতা আরও সহজ হয়ে গেল।” তিনি এও বলেন, “ওটি মাইসোরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আফজাল শা’র ব্যক্তিগত নয়, তাই ওখানে পতাকা অবশ্যই থাকবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here