গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
ট্রেনের ভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেস। বুধবার শহরের টাউন স্টেশনের স্টেশন মাষ্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল যুব তৃণমূল নেতা কর্মীবৃন্দ ।
এদিন জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে চলে বিক্ষোভ। প্রতিদিনই স্টেশন চত্বরে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ।
জানা গিয়েছে, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের ভাড়া বর্তমানে ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে, যা আগে ছিল ১০ টাকা। কারণ করোনা পরিস্থিতিতে স্পেশাল ট্রেন হিসেবে ট্রেন চলাচল করছে। তৃণমূল যুব কংগ্রেসের দাবি, ট্রেন চললেও সাধারণ মানুষের কোন সুবিধে হচ্ছে না। উল্টে যাত্রীরা সমস্যায় পড়েছেন।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে নর্দমা থেকে উদ্ধার বেলডাঙ্গার যুবকের দেহ
কারণ লোকাল ট্রেনে যাওয়ার জন্য প্রতিদিন রিজার্ভেশন টিকিট কাটতে হচ্ছে। হলদিবাড়ি থেকে প্রচুর মানুষ জলপাইগুড়ি ও শিলিগুড়িতে যাতায়াত করেন। এর ফলে তাঁরা খুবই সমস্যায় পড়েছেন। তাই অবিলম্বে লোকাল ট্রেনের জন্য লোকাল টিকিট কাউন্টার চালু করতে হবে ।
আরও পড়ুনঃ গড়বেতায় ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
সৈকত বাবু আরও বলেন, বয়স্কদের ট্রেনে যাতায়াতের সুযোগ, ট্রেনের ভাড়া কমানো সহ বেশ কিছু দাবি আজ তোলা হল । সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে তৃণমূল যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584