সুদীপ পাল,বর্ধমানঃ
উদ্বোধনী অনুষ্ঠানে গোলমালের জেরে আমন্ত্রিত অতিথিরা মঞ্চ থেকে নেমে গেলেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়।
গুসকরা শহরের অন্যতম উৎস রটন্তী কালী মেলা। সেই উপলক্ষেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।জানা যায়,আমন্ত্রিত অতিথিদের বরণ চলাকালীন টুবাই রানা নামে স্থানীয় এক যুবক মঞ্চে ওঠেন। টুবাই মঞ্চে উঠতেই সাথে সাথে মঞ্চের নীচে বসে থাকা বেশ কিছু মানুষ প্রতিবাদ শুরু করেন। তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেন কেন টুবাইকে মঞ্চে রাখা হয়েছে? তাঁদের ক্ষোভের ফলে ব্যাপক হই-হট্টগোলের সৃষ্টি হয় এবং পরিস্থিতি ক্রমশ বিশৃঙ্খল হতে থাকে।মঞ্চে তখন উপস্থিত আউসগ্রাম ১ বিডিও চিত্তজিৎ বসু থেকে বিধায়ক অভেদানন্দ থান্দার সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। অবশেষে তাঁরা মঞ্চ থেকে নেমে যান।
এইরকম গন্ডগোল এবং আমন্ত্রিত অতিথিদের মঞ্চ ছাড়ার ঘটনাটি দুর্ভাগ্যজনক বলেন পুরসভার নির্বাহী আধিকারিক আকলিমা খাতুন।
আরও পড়ুনঃ এক নেতাজীর দুই মূর্তি,একটি আদরে অন্যটি অনাদরে
যাঁকে নিয়ে এত কান্ড সেই টুবাই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।তিনি অবশ্য বলছেন, তাঁকে ডাকা হয়েছিল বলেই তিনি গিয়েছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584