নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার নির্দেশকের ভূমিকায় অভিনেতা সমদর্শী দত্ত। চারটি ছোট ছোট গল্প নিয়ে একটি ছবি বানাচ্ছেন অভিনেতা সমদর্শী দত্ত। তাঁর ছবির নাম ‘চার দেওয়ালের গল্প’।
করোনার জেরে মানুষের জীবন আজ জেরবার। পালটে গেছে অনেক কিছু। চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়েছে বছরের বেশ খানিকটা সময়। সেই পালটে যাওয়া সময়ের কথাই বলবে ‘চার দেওয়ালের গল্প’।
প্রথম গল্পে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়। লকডাউনে আটকে পড়া এক দম্পতির জীবনযাপন নিয়ে প্রথম গল্প।
সূত্রের খবর অনুযায়ী, রাহুল এখানে ধরা দেবেন একটু অন্য ইমেজে। এই গল্পের দৌলতেই প্রথম প্লে ব্যাক করছেন বাসবদত্তা। গাইবেন -“এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়…”। অন্য একটি গল্পে সমদর্শীর সঙ্গে জুটি বাঁধবেন অমৃতা চট্টোপাধ্যায়। এই দুটি গল্পের শুটিং শেষ। বাকি দুটির কাজে এখনও হাত দেননি পরিচালক।
আরও পড়ুনঃ এবার ক্রাইম ড্রামা
প্রসঙ্গত, ‘পুনে ফিল্ম ইন্সটিটিউট’ থেকে সিনেমা নিয়ে লেখাপড়া করেছেন সমদর্শী। ফলত, নিজের হাতে ছবি বানানোর ইচ্ছা তাঁর অনেকদিনের। এবার হতে চলেছে স্বপ্নপূরণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584