নির্দেশনায় সমদর্শী

0
287

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এবার নির্দেশকের ভূমিকায় অভিনেতা সমদর্শী দত্ত। চারটি ছোট ছোট গল্প নিয়ে একটি ছবি বানাচ্ছেন অভিনেতা সমদর্শী দত্ত। তাঁর ছবির নাম ‘চার দেওয়ালের গল্প’।

Samadarshi Dutta | newsfront.co
সমদর্শী দত্ত

করোনার জেরে মানুষের জীবন আজ জেরবার। পালটে গেছে অনেক কিছু। চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়েছে বছরের বেশ খানিকটা সময়। সেই পালটে যাওয়া সময়ের কথাই বলবে ‘চার দেওয়ালের গল্প’।

প্রথম গল্পে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়। লকডাউনে আটকে পড়া এক দম্পতির জীবনযাপন নিয়ে প্রথম গল্প।

amitra chatterjee | newsfront.co
অমৃতা চ্যাটার্জি

সূত্রের খবর অনুযায়ী, রাহুল এখানে ধরা দেবেন একটু অন্য ইমেজে। এই গল্পের দৌলতেই প্রথম প্লে ব্যাক করছেন বাসবদত্তা। গাইবেন -“এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়…”। অন্য একটি গল্পে সমদর্শীর সঙ্গে জুটি বাঁধবেন অমৃতা চট্টোপাধ্যায়। এই দুটি গল্পের শুটিং শেষ। বাকি দুটির কাজে এখনও হাত দেননি পরিচালক।

আরও পড়ুনঃ এবার ক্রাইম ড্রামা

Basabdatta Chatterjee | newsfront.co
বাসবদত্তা চট্টোপাধ্যায়
Rahul Banerjee | newsfront.co
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, ‘পুনে ফিল্ম ইন্সটিটিউট’ থেকে সিনেমা নিয়ে লেখাপড়া করেছেন সমদর্শী। ফলত, নিজের হাতে ছবি বানানোর ইচ্ছা তাঁর অনেকদিনের। এবার হতে চলেছে স্বপ্নপূরণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here