তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার চৈত্র মাসের শেষ দিন।এই শেষ দিনে অনুষ্ঠিত হয় চড়কপূজা বা শিব পূজা।এই চরক পূজা উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার শহর থেকে গ্রাম,বিভিন্ন পাড়ায় পাড়ায় যেমন মহেন্দ্রগঞ্জ,পাল পাড়া,ধ্ণকৈল হাট সহ বিভিন্ন এলাকায় চরক পূজা কমিটির পক্ষ থেকে সকালে একটি করে হাজরা শোভাযাত্রা বের হয়।এই হাজরা শোভাযাত্রা ভোরবেলা বেরিয়ে হাজরা শিল্পীরা বিভিন্ন ধরনের শিব কালী সেজে বিভিন্ন কসরত করতে করতে পাড়ার মাঠে গিয়ে জমায়েত হয়।
জানা যায় এই চরক পূজা কে কেন্দ্র করে তারা ১৫ দিন আগে থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে তারা এই পূজার আয়োজন করে।এই হাজরা শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দু’ধারে অসংখ্য উৎসুক মানুষ দেখার জন্য দাড়িয়ে থাকে।হাজরা শোভা যাত্রা শেষে চরক মাঠে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের দেব দেবীর সাজ সেজে আসে এবং এই চরক মাঠে নৃত্য প্রদর্শন করে।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে রামনবমী উপলক্ষে তৃণমূল শোভাযাত্রা
রবিবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে এই চড়ক মেলার মূল আয়োজন করে লক্ষণ নট্য ও তার সম্প্রদায়।মেলাকে ঘিরে প্রচুর মানুষের সমাবেশ ঘটে।চড়ক উৎসব দেখতে বাইরে থেকেও আসেন অনেক মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584